তিনটি নতুন মেডিক্যাল কলেজের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী! কোন জেলায়? দেখুন তালিকা

সামনেই লোকসভা নির্বাচন ২০২৪, এমন সময় দাঁড়িয়ে স্বাস্থ্যক্ষেত্র নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এদিন এক বা দুটি নয় তিনটি নতুন মেডিক্যাল কলেজ (New Medical College) স্থানপনের কথা ঘোষণা করেছেন তিনি। স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের মধ্যে এই ঘোষণা সাড়া ফেলে দিয়েছে। কারণ রাজ্যে মেডিক্যাল কলেজের সিটের তুলনায় ছাত্রছাত্রীদের সংখ্যা অনেকটাই বেশি। ফলে ইচ্ছা থাকলেও সিট পেত না অনেকেই। কিন্তু এবার নতুন মেডিক্যাল কলেজ হলে আসন সংখ্যা বাড়বে, আরও বেশি পড়ুয়ারা উচ্চশিক্ষার সুবিধা পাবে।

পশ্চিমবঙ্গের নতুন মেডিক্যাল কলেজের তালিকাঃ

মেডিক্যাল কলেজ হলে যে শুধুমাত্র ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার সুযোগ পায় তা কিন্তু নয়। এতে করে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামো আরও উন্নত হয়। তাছাড়া নতুন মেডিক্যাল কলেজ হলে সেখানে চিকিৎসার সুবিধা পাবেন আরও বেশি মানুষ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তিনটি নতুন মেডিক্যাল কলেজের ঘোষণা করেছেন। যেগুলি নিম্নলিখিত জেলায় তৈরী করা হবে।

জেলাশহরনতুন মেডিক্যাল কলেজের নাম (New Medical College Names)
হুগলীআরামবাগ প্রফুল্লচন্দ্র সেন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
উত্তর ২৪ পরগণাবারাসাতবারাসাত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
পূর্ব মেদিনীপুরতমলুকতাম্রলিপ্ত সরকারি মেডিক্যাল কলেজ

যেমনটা উপরিউক্ত তালিকায় দেখা যাচ্ছে, হুগলির আরামবাগ জেলায় প্রফুল্ল চন্দ্র সেন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরী হবে। এরপর উত্তর ২৪ পরগণায় বারাসাত সরকারি মেডিক্যাল ক্লিক ও হালপাতাল হবে। আর তমলুকে তাম্রলিপ্ত সরকারি মেডিক্যাল কলেজ তৈরী করা হবে।

বীরভূমের সভা থেকেই এদিন নতুন মেডিক্যাল কলেজ তৈরির কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই তিন জেলায় মেডিক্যাল কলেজ তৈরী হলে পড়ুয়াদের পাশাপাশি স্থানীয় মানুষেরাও উপকৃত হবেন।


  পড়াশোনা সমস্ত আপডেট স্কলারশিপ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর ও সাজেশন পাওয়ার জন্য গ্রুপে যুক্ত হন -

Join Group

Join Now