পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের জন্য সবথেকে বড় স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলার্শিপ যেটাকে অনেক ছাত্রছাত্রী বিকাশ ভবন স্কলারশিপ নামে চেনে, কারণ এটি বিকাশ ভবন থেকে দেওয়া হয়। বর্তমানে স্কলারশিপের নতুন এবং রিনিউয়াল দুই রকম আবেদন চলছে। এখন ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন যে কত দিন পর্যন্ত এর আবেদন খোলা থাকবে? (SVMCM Scholarship Last Date) বিকাশ ভবন থেকেই বা কি আপডেট দেওয়া হচ্ছে? – সমস্ত কিছু জানবেন আজকের প্রতিবেদন পোস্টে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2023-24 Last Date
স্কলারশিপ | স্বামী বিবেকানন্দ বিকাশ ভবন স্কলারশিপ |
অথরিটি | উচ্চ শিক্ষা দপ্তর, বিকাশ ভবন – পশ্চিমবঙ্গ সরকার |
অফিসিয়াল ওয়েবসাইট | svmcm.wbhed.gov.in |
হেল্পডেস্ক (All Latest Update) | SVMCM Helpdesk |
আবেদনকারী | নতুন এবং রিনিউয়াল ছাত্রছাত্রী |
আপডেট | স্কলারশিপ-এর আবেদনের শেষ তারিখ |
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের শেষ তারিখ কবে?
বিকাশ ভবন থেকে শেষ তারিখ সম্পর্কে এখনো কোনো আপডেট দেওয়া হয়নি। মাঝে যেহেতু প্রযুক্তিগত সমস্যার কারণে ওয়েব পোর্টালটি কিছু সময়ের জন্য বন্ধ ছিল তো সেই সময় আবেদন প্রক্রিয়া বন্ধ থাকার কারণে এ বছর আবেদন আরো বেশি সময় খোলা রাখা হবে, যাতে সমস্ত ছাত্র ছাত্রী আবেদন সম্পন্ন করতে পারে। কলেজ এবং বিশ্ববিদ্যালয় আবেদনের ভেরিফিকেশনের কাজ করতে পারে এবং সর্বোপরি প্রত্যেক ছাত্র ছাত্রী সরকারের এই প্রকল্পের লাভ পায়।
SVMCM Utilization Certificate: কিভাবে বানাবে ও কেন গুরুত্বপূর্ণ? SVMCM Renewal 2023-24
কিভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ-এর আপডেট পাবে?
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর লেটেস্ট আপডেট পাওয়ার জন্য শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট এবং বিশ্বস্ত নিউজ পোর্টালের খবরই বিশ্বাস করবে। উচ্চ শিক্ষা দপ্তরের যে ওয়েবসাইট পোর্টাল রয়েছে সেখানে সমস্ত আপডেট নোটিশ সেগুলো ফলো করবে।
সবশেষে তোমাদের একটা কথাই বলবো, এটি একটি সরকারি বৃত্তি। তাই সরকারি দপ্তরের কার্যক্রমে কিছু সময় লাগতে পারে। প্রতিবছরই ছাত্র-ছাত্রীদের কথা ভেবে জানুয়ারি-ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই স্কলারশিপের পোর্টাল খোলাই থাকে।
অবশ্যই পড়ুন: শুরু হল OASIS স্কলারশিপের আবেদন পক্রিয়া, পাল্টে গেছে পোর্টাল! রইল নতুন নিয়ম সহ আবেদন পদ্ধতি
তাই চিন্তা করার কোনো কারণ নেই ধীরে শুতে আবেদন ফরম ফিলাপ প্রক্রিয়া সম্পন্ন করো, আবেদন জমা দাও কলেজ বা স্কুলে, টাকা সমস্ত যোগ্য ছাত্রছাত্রীরা পাবে। পরবর্তী সমস্ত স্কলারশিপ পড়াশোনার আপডেট আপডেট আমরা সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেব।