NMMSE Scholarship: ১২০০০ টাকা দেবে সরকার, কোন ছাত্রছাত্রীরা পাবে? জেনে নিন বিস্তারিত

অর্থের অভাবে যাতে শিক্ষার পথে কখনোই বাঁধা না হয়ে দাঁড়ায় তার জন্য সরকারের তরফ থেকে একাধিক স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। এরই মধ্যে অন্যতম একটি হল ন্যাশনাল মেরিট কাম মিন্স স্কলারশিপ এক্সাম (NMMSE Scholarship)। কেন্দ্রীয় সরকারের এই স্কলারশিপের দৌলতে ছাত্র ছাত্রীরা প্রতিবছর ১২,০০০ টাকা পর্যন্ত পেয়ে থাকে। যেটা তাদের পড়াশোনাতে খুবই সাহায্য করে।

সম্প্রতি ন্যাশনাল মেরিট কাম মিন্স স্কলারশিপ এর আপডেট প্রকাশ্যে এসেছে। আজকের প্রতিবেদনে আমরা সেই সম্পর্কিত তথ্য সকলের কাছে তুলে ধরব। এই স্কলারশিপ পাওয়ার জন্য একটি বৃত্তি পরীক্ষা দিতে হয়। আর ইতিমধ্যেই এবছরের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গিয়েছে। কিভাবে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে সেই পদ্ধতি নিচে দেওয়া হল।

স্কলারশিপের নামন্যাশনাল মেরিট কাম মিন্স স্কলারশিপ এক্সাম (NMMSE Scholarship)
স্কলারশিপের ধরণসরকারি স্কলারশিপ
যোগ্যতা অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র / ছাত্রী হতে হবে।
পরীক্ষায় নূন্যতম প্রাপ্ত নম্বর ৫৫%
স্কলারশিপের টাকার পরিমাণ ১২,০০০ টাকা
অফিসিয়াল ওয়েবসাইট https://scholarships.wbsed.gov.in/

ন্যাশনাল মেরিট কাম মিন্স স্কলারশিপ এর পরীক্ষা (NMMSE Scholarship Exam)

ভারত সরকারের মানব উন্নয়ন মন্ত্রকের অধীনস্থ স্কুল শিক্ষা ও স্বাক্ষরতা বিভাগ থেকে এই স্কলারশিপ প্রদান করা হয়। এই স্কলারশিপে আবেদনের জন্য শিক্ষার্থীদের কিছু বিশেষ যোগ্যতার প্রয়োজন রয়েছে। সেগুলো পূরণ হল তবেই স্কলারশিপের টাকা পাওয়া যাবে।

ন্যাশনাল মেরিট কাম মিন্স স্কলারশিপের যোগ্যতাঃ (NMMSE Scholarship Eligibility)

১. এই স্কলারশিপে আবেদনের জন্য ছাত্রছাত্রীকে অবশ্যই ভারতীয় হতে হবে।
২. আবেদনকারীকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র বা ছাত্রী হতে হবে।
৩. শেষ পরীক্ষায় ৫৫% এর বেশি নম্বর থাকতে হবে।
৪. NMM Scholarship পাওয়ার জন্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সেখানে পাশ করলে তবেই স্কলারশিপ পাওয়া যাবে।

👉 অবশ্যই পড়ুনঃ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2023 Last Date: Fresh & Renewal কতদিন পর্যন্ত বেদন চলবে?

ন্যাশনাল মেরিট কাম মিন্স স্কলারশিপের অ্যাডমিট কার্ড ডাউনলোড (WB NMMSE 2023 Admit Card Download)

যেসমস্ত শিক্ষার্থীরা ২০২৩-২৮ শিক্ষা বর্ষের জন্য NMMSE স্কলারশিপের জন্য আবেদন করেছিল তাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গিয়েছে। ৫ই ডিসেম্বর থেকে অফিসিয়াল পোর্টাল থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে। আগামী ১৫ই ডিসেম্বর পর্যন্ত ডাউনলোড করা যাবে।

নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রইল যেখান থেকে অ্যাডমিট ডাউনলোড করা যাবে। তবে অ্যাডমিট ডাউনলোড করার পর দেখতে নেবে সেখানে ছবি আছে কি না। যদি অ্যাডমিট কার্ডে ছবি না থাকে সেক্ষেত্রে একটি পাসপোর্ট সাইজের ছবি বসিয়ে দিতে হবে। এরপর সেই ছবির ওপর আবেদনকারী শিক্ষার্থীকে সাক্ষর করে হবে। তারপর স্কুলের প্রধান শিক্ষক / শিক্ষিকাকে দিয়ে অ্যাডমিট কার্ডে সই করতে হবে।

পরীক্ষার দিনেও অ্যাডমিট কার্ডের সাথে একটি অতিরিক্ত পাসপোর্ট সাইজের ছবি সাথে রাখতে হবে। তোমরা যারা অ্যাডমিট কার্ড এখনও ডাউনলোড করোনি তারা এই এখানে ক্লিক করে সরাসরি ডাউনলোড করে নিতে পারো >> Download NMM Scholarship Admit Card


  পড়াশোনা সমস্ত আপডেট স্কলারশিপ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর ও সাজেশন পাওয়ার জন্য গ্রুপে যুক্ত হন -

Join Group

Join Now