WBCHSE HS Exam Rules : পাল্টে গেল উচ্চমাধ্যমিক পরীক্ষার নিয়ম! না জেনে বিপদে পড়ার আগে আজই দেখে নিন

Higher Secondary পরীক্ষা শুরু হতে আর কিছুদিনই বাকি রয়েছে। মাধ্যমিকের পর জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা West Bengal Council of Higher Secondary Education এর উচ্চমাধ্যমিক পরীক্ষা। স্বাভাবিকভাবেই শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত সকল শিক্ষার্থীরা। তবে HS পরীক্ষা আগেই বেশ কিছু নিয়মে পরিবর্তন করা হয়েছে উচ্চমাধ্যমিক সাংসদের তরফে।

আজকের প্রতিবেদনে পরিবর্তিত নিয়মগুলি সম্পর্কে জেনে নেব। যেগুলো না জানা থাকলে উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় সমস্যার সন্মুখীন হতে পারে ছাত্রছাত্রীরা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক নতুন নিয়মগুলো :

HS Exam 2024 New Rules : উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৪ এর নতুন নিয়ম

অন্য বছরের তুলনায় এবছর বেশ অনেকটা এগিয়ে এসেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবছর লোকসভা ভোট হওয়ার কারণেই মার্চ বা এপ্রিলের পরিবর্তে ফেব্রুয়ারি মাসেই হবে উচ্চমাধ্যমিক ২০২৪। তাই পরীক্ষা যাতে স্বচ্ছ ও সুষ্ঠভাবে হয় তার জন্য বেশ কিছু নিয়ম পাল্টে দেয়া হয়েছে। এমনকি ফলাফল যাতে দ্রুত প্রকাশ করা যায় তার জন্যও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে।

পরীক্ষার নামউচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৪
বোর্ডWBCHSE
নতুন নিয়মপরীক্ষার হলে স্মার্ট ডিভাইস লিখিত ও প্রাকটিক্যাল পরীক্ষা সংক্রান্ত নিয়ম

পরীক্ষাহলে ছাত্রছাত্রীরা যাতে কোনো অসাধু উপায়ের ব্যবহার না করতে পারে তার যে অন্য করা পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রতিবছরের মত এবছরেও স্মার্টফোন কঠোর ভাবে নিষিদ্ধ। তবে এবছর থেকে ঘড়ি থেকে স্মার্টওয়াচ পরে পরীক্ষা দিতে বসা যাবে না (Smart Watch Not Allowed in HS Exam 2024)

অবশ্যই দেখুনঃ উচ্চ মাধ্যমিক ২০২৪ পরীক্ষার রুটিন (WBCHSE Routine 2024)

উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় সহ প্রাকটিক্যাল ও লিখিত পেপার

  • অন্যান্য বছরের সময় থেকে একটু পাল্টে এবছর দুপুর ১২টা থেকে পরীক্ষা শুরু হবে শেষ হবে ৩.১৫ মিনিটে। যার মধ্যে প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য ও তিন ঘন্টা উত্তর লেখার জন্য।
  • ডিসেম্বর মাসেই শুরু হবে প্রাকটিক্যাল পরীক্ষা। প্রতিটা স্কুল নিজেদের মত করে প্র্যাকটিকেল পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই শেষ করবে।

উচ্চমাধ্যমিক নিয়ে মালদহে একটি প্রস্তুটি বৈঠক করা হয়েছিল। সেখানে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Prof Chiranjib Bhattacharjee) এই নিয়মগুলির ঘোষণা করেছেন। সেখানেই জানানো হয় লোভসভা ভোটের কারণে আগামী ১৬-২৯শে ফেব্রুয়ারীর মধ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হবে।

এছাড়াও সেদিনের বৈঠকে সভাপতি আরও জানান, এবছর পরীক্ষার খাতাতে টাকার মত সিরিয়াল নম্বর থাকবে। এমনকি প্রশ্নেও ইউনিক কোড থাকবে, যার ফলে কোনো মাধ্যমেই প্রশ্নপত্র ফাঁস হবে না ও সুরক্ষা আরও কঠোর হবে।

এছাড়াও পরীক্ষার্থীদের প্রাকটিক্যাল খাতা দেখা হয়ে গেলেই তা অনলাইন পোর্টালে আপলোড করে দেওয়া হবে। এতে করে লিখিত পরীক্ষা হওয়ার পর ফলাফল প্রকাশের দিন আরও এগিয়ে নিয়ে আসা যাবে।

অফিসিয়াল ওয়েবসাইট থেকে যদি পরীক্ষার নিয়ম দেখতে চান সেক্ষেত্রে PDF ডউনলোড করতে পারেন : WBCHSE HS পরীক্ষার নিয়ম


  পড়াশোনা সমস্ত আপডেট স্কলারশিপ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর ও সাজেশন পাওয়ার জন্য গ্রুপে যুক্ত হন -

Join Group

Join Now