Madhyamik Exam Routine 2025: পিছোলো পরীক্ষা! কবে থেকে শুরু? প্রকাশ্যে মাধ্যমিক পরীক্ষা ২০২৫ এর রুটিন

Madhyamik Exam 2025 Routine : এবছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন ঘোষণা হয়ে গেল। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক বৈঠকের মাধ্যমে মাধ্যমিক ২০২৫ সময় সূচী ঘোষণা করেছেন। যেখানে জানা যাচ্ছে, পরের বছর বেশ কিছুটা পিছিয়েছে পরীক্ষা। ফেব্রুয়ারির শুরুতেই নয় বরং ১৪ই ফ্রেবুয়ারী থেকে শুরু হবে মাধ্যমিক ২০২৫।

তাহলে কবে কোন বিষয় পরীক্ষা হবে? আজকের প্রতিবেদনে সেটাই বিস্তারিত ভাবে জানিয়ে দেওয়া হল। তাই যারা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো সবটা পরে নিচে পরীক্ষার রুটিন দেওয়া আছে দেখা নাও। ১৪ই ফেব্রুয়ারী থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক ২০২৫, শেষ হবে ২৪শে ফেব্রুয়ারী ২০২৫ এ।

Madhyamik Exam 2025 Routine : ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন

গতকালের সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী জানান, আগামী বছর ১৪ই ফেব্রুয়ারী থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২৪শে ফেব্রুয়ারী ২০২৫ তারিখে। মোট ৮ দিন ৮টি বিষয়ে পরীক্ষা হবে। এছাড়া শেষ দিন অর্থাৎ ২৪শে ফেব্রুয়ারী সোমবার ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। নিচে তারিখ, বার ও পরীক্ষার বিষয় সহ সম্পূর্ণ রুটিন দেওয়া হল।

তারিখবারবিষয়
১৪ই ফেব্রুয়ারী, ২০২৫শুক্রবারপ্রথম ভাষা (বাংলা)
১৫ই ফেব্রুয়ারী, ২০২৫শনিবারদ্বিতীয় ভাষা (ইংরেজি)
১৭ই ফেব্রুয়ারী, ২০২৫সোমবারইতিহাস
১৮ই ফেব্রুয়ারী, ২০২৫মঙ্গলবারভূগোল
১৯ই ফেব্রুয়ারী, ২০২৫বুধবারজীবন বিজ্ঞান
২০ই ফেব্রুয়ারী, ২০২৫বৃহস্পতিবারভৌত বিজ্ঞান
২২ই ফেব্রুয়ারী, ২০২৫শনিবারগনিত
২৪ই ফেব্রুয়ারী, ২০২৫সোমবারঐচ্ছিক বিষয়

👉 অবশ্যই দেখো : Swami Vivekananda Scholarship New Update 2024: স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন আপডেট

আসলে প্রতিবছরেই আগেভাগে মাধ্যমিক পরীক্ষার তারিখ ও সময়সূচী জানিয়ে দেওয়া হয়। তবে অনিবার মাধ্যমিকের রেজাল্ট ঘোষণার দিন এই বিষয়ে জানানো হলেও এবছরে আরও আগে জানিয়ে দেওয়া হল। খুব শীঘ্রই মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও এই রুটিন দেখতে পাওয়া যাবে।

মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট ➤ https://wbbse.wb.gov.in


  পড়াশোনা সমস্ত আপডেট স্কলারশিপ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর ও সাজেশন পাওয়ার জন্য গ্রুপে যুক্ত হন -

Join Group

Join Now