ANM-GNM Form Fill up 2024: শুরু হল ANM-GNM পরীক্ষার ফর্ম ফিলাপ, দেখে নিন লাস্ট ডেট, আবেদন ফি, কি ডকুমেন্টস লাগবে

WB ANM-GNM Form Fill up 2024: শুরু হল পশ্চিমবঙ্গের নার্সিং পরীক্ষা বা WBJEE ANM-GNM ফর্ম ফিলাপ। সম্প্রতি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে একটি ইনফরমেশন বুলেটিন প্রকাশ করা হয়েছে। যেখানে কবে থেকে ফর্ম ফিলাপ শুরু, কত দিন চলবে? কিভাবে অনলাইনে আবেদন করবেন ও কতটাকা ফি লাগবে? এই সমস্ত তথ্য দেওয়া হয়েছে। আজকের প্রতিবেদনে ANM-GNM অনলাইন ফর্ম ফিলাপের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

ANM-GNM পরীক্ষার অনলাইন ফর্ম ফিলাপ (ANM-GNM Exam Online Application)

সম্প্রতি WBJEE এর তরফ থেকে নার্সিংয়ের পরীক্ষা ANM-GNM এর ফর্ম ফিলাপের বুলেটিন প্রকাশ করা হয়েছে। যারা নার্সিংয়ের কোর্স করার জন্য ভাবছো তারা এই পরীক্ষার মাধ্যমে সরকারি খরচে নার্সিং নিয়ে পড়াশোনার সুযোগ পাবে। ANM-GNM পরীক্ষার জন্য অনলাইনেই আবেদন করা যেতে পারে। নিচে এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হল।

ANM-GNM পরীক্ষার তারিখ সহ খুঁটিনাটি

পরীক্ষার বোর্ডWest Bengal Joint Entrance Examinations Board
পরীক্ষার নামCommon Entrance Examination – ANM (G) & GNM-2024
অনলাইনে আবেদন শুরুর তারিখ21.03.2024 (বৃহস্পতিবার)
অনলাইনে আবেদন শেষের তারিখ21.04.2024 (রবিবার)
ভুল সংশোধনের সময়23.04.2024 – 25.04.2024 (২ দিনের সময় থাকবে)
অ্যাডমিট কার্ড ডাউনলোড5.07.2024 – 14.07.2024
অফিসিয়াল ওয়েবসাইটhttps://wbjeeb.in

ANM-GNM নার্সিং পরীক্ষার জন্য আবেদন ফি

যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ANM-GNM পরীক্ষার জন্য এবাদন করতে চাও তাদের জেনে রাখা উচিত কত টাকা ফি লাগবে। এক্ষেত্রে জেনারেল ও সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা চার্জ লাগবে। নিচে চার্জার বিবরণ দেওয়া হল।

আদবেদনকারীর ক্যাটাগরিআবেদনের জন্য ফি
SC/ST/OBC- A/OBC-B/EWS/অনাথ৩০০ টাকা
জেনারেল (General)৪০০ টাকা

অনলাইন আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে? (Documents needed for ANM-GNM Form Fill Up)

যদি ANM-GNM পরীক্ষার জন্য আবেদন করতে চাও তাহলে কিছু ডকুমেন্টস লাগবে যেগুলো হাতের কাছে গুছিয়ে নিয়ে বসতে হবে। নিচে Documents এর একটা তালিকা দেওয়া হলঃ

  • অনধিক ৩ মাসের পুরোনো পাসপোর্ট সাইজ ছবি
  • সই এর স্ক্যানড কপি
  • মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের রেজাল্ট
  • EWS সার্টিফিকেট / সরকার দ্বারা স্বীকৃত জাতিগত শংসাপত্র
  • মেডিক্যাল সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)

ANM-GNM পরীক্ষার তারিখ ও সময়সূচি

সম্প্রতি পরীক্ষার ফর্ম ফিলাপ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হলেও পরীক্ষার তারিখ আগে থেকেই জানানো হযেছিল। আগামী ১৪.০৭.২০২৪ তারিখে ANM-GNM পরীক্ষা হবে। দুপুর ১২টা থেকে ১.৩০টা পর্যন্ত পরীক্ষা হবে। অর্থাৎ পরীক্ষার জন্য সময় লাগবে ১ ঘন্টা ৩০ মিনিট।

ANM-GNM পরীক্ষা সংক্রান্ত আপডেটের জন্য অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারো ➤ https://wbjeeb.nic.in/anm-gnm/

** ANM-GNM পরীক্ষার সিলেবাস থেকে শুরু করে নম্বর বিভাজন ও সাজেশন সমস্ত কিছু নিয়ে আগামী দিনে প্রতিবেদন প্রকাশিত হবে। সেগুলো পেতে চাইলে নিচে Whatsapp ও Telegram এর লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে জয়েন হতে পারো।

ANM-GNM Exam সংক্রান্ত FAQ

ANM-GNM Exam Online Application Dates?

As per WBJEE Information Bulletin Online Form Fill Up for ANM-GNM will start from 21st March 2024, and will last till 21st April 2024.

What is ANM-GNM Application Fees?

Online Application fees for ANM-GNM is Rs- 400 for General Category Applicants. Rs – 300 for SC/ST/OBC- A/OBC-B/EWS/Orphan Candidates.

What is WBJEE ANM-GNM Exam Date?

WB ANM-GNM exam is scheduled to happen on 14th July 2024.


  পড়াশোনা সমস্ত আপডেট স্কলারশিপ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর ও সাজেশন পাওয়ার জন্য গ্রুপে যুক্ত হন -

Join Group

Join Now