WBCAP Seat Allotment 2024 : প্রকাশিত হল সিট অ্যালোকেশন লিস্ট, দেখে নাও মেরিট লিস্ট ও ভর্তি প্রক্রিয়া

WBCAP Merit List and Seat Allotment 2024: ২০২৩-২৪ শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গের সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত, বিশ্ববিদ্যালয় অনুমোদিত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ শেষ হয়েছে। ৭ই জুলাই অবধি আবেদনকারীরা সর্বোচ্চ ২৫টি কোর্সের জন্য আবেদন করতে পেরেছিলেন।

এখন ছাত্র-ছাত্রীরা অপেক্ষায় রয়েছেন মেরিট লিস্ট ও সিট অ্যালোকেশন লিস্টের জন্য। এই লিস্টে তাদের কোন কলেজে এবং কোন কোর্সে ভর্তির সুযোগ হয়েছে তা জানা যাবে।

আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো মেরিট লিস্ট ও সিট অ্যালোকেশন লিস্ট কবে প্রকাশ হবে এবং ছাত্র-ছাত্রীরা কিভাবে এই লিস্ট চেক করতে পারবে।

মেরিট লিস্ট ও সিট অ্যালোকেশন লিস্ট প্রকাশের তারিখ:

মেরিট লিস্ট ও সিট অ্যালোকেশন লিস্ট আগামী ১২ই জুলাই অর্থাৎ আজ প্রকাশিত হবে।

কিভাবে WBCAP সিট অ্যালোকেশন লিস্ট চেক করবে:

  • সিট অ্যালোকেশন লিস্ট দেখার জন্য ছাত্র-ছাত্রীদের অবশ্যই সেন্ট্রালাইজড এডমিশন পোর্টাল (WBCAP)-এ https://stage.wbcap.in/ ভিজিট করতে হবে।
  • তারপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে নিজের Dashboard এ লগইন করতে হবে।
  • ড্যাশবোর্ডে রেফারেন্স নম্বরের পাশেই সিট অ্যালোকেশন লিস্ট দেখতে পাবেন।
  • যে কলেজের, যে কোর্সের পাশে “অ্যালোকেটেড” লেখা রয়েছে সেই কলেজে এবং সেই কোর্সে আপনার ভর্তির সুযোগ হয়েছে।

অ্যালোকেশন লিস্ট প্রকাশের পর ভর্তি প্রক্রিয়া:

  • যদি আপনি কোন কলেজের কোন কোর্সে অ্যালোকেট হন তাহলে আপনাকে অবশ্যই কোর্স ফি পেমেন্ট করে ভর্তি হতে হবে।
  • নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি ফি জমা না করলে আপনার ভর্তির সুযোগ বাতিল হয়ে যাবে।
  • ১২ই জুলাই থেকে ১৮ই জুলাই পর্যন্ত ভর্তি ফি জমা করে ভর্তি হওয়া যাবে।
  • UPI, নেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে ভর্তি ফি জমা করা যাবে।
  • ভর্তি ফি জমা করার আগে “রিসার্ভড” নাকি “আনরিসার্ভড” সিটে ভর্তি হতে চান তা নির্বাচন করতে হবে।
  • প্রথম প্রেফারেন্সে আপনার পছন্দের কলেজে ভর্তির সুযোগ না পেলে “প্রথম প্রেফারেন্সে আপগ্রেডেশন” চান কিনা তাও নির্বাচন করতে হবে।

ভর্তি সংক্রান্ত হেল্পলাইন নাম্বার

কোন কলেজে এডমিশন নেওয়ার সময় এবং এডমিশন ফি পেমেন্ট এর সময় যদি কোন অসুবিধা বা সমস্যা হয় তাহলে টোল ফ্রি নাম্বারে ফোন করে তুমি তোমার সমস্যার সমাধান জেনে নিতে পারবে। এডমিশন সংক্রান্ত টোল ফ্রি নাম্বার ১৮০০১০২৮০১৪ এবং ইমেইল [email protected], [email protected], [email protected] এই ইমেল গুলিতে মেল পাঠাতে পারো।

গুরুত্বপূর্ণ বিষয়

  • WBCAP পোর্টাল সর্বদা আপডেট থাকুন। নিয়মিত পোর্টাল চেক করুন।
  • ভর্তি প্রক্রিয়ার সমস্ত ধাপে নির্দেশিকা অনুসরণ করুন।
  • ভর্তির সময় কোনো ধরণের জালিয়াতি বা ভুল তথ্য দেবেন না।
  • প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট হাতের কাছে রাখুন।
  • ভর্তি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন।

WBCAP-এর মাধ্যমে কলেজে ভর্তি প্রক্রিয়াটি স্বচ্ছ ও সহজ করে তোলা হয়েছে। সঠিকভাবে নির্দেশিকা অনুসরণ করে ধৈর্য্য ধরে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করুন। আশা করি এই আর্টিকেলটি আপনাদের ভর্তি প্রক্রিয়ায় সহায়তা করবে। আর এই ধরণের খবরের সাথে আপডেটেট থাকতে চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে যান।


  পড়াশোনা সমস্ত আপডেট স্কলারশিপ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর ও সাজেশন পাওয়ার জন্য গ্রুপে যুক্ত হন -

Join Group

Join Now