WBJEE 2025: ২০২৫-এ কবে হবে জয়েন্ট এন্ট্রান্স? দিনক্ষণ ঘোষণা করল বোর্ড

অনেকেই ইঞ্জিনিয়ারিং বা ফার্মাসি নিয়ে পড়ার জন্য ছোট থেকেই প্রস্তুতি নিয়ে থাকে। এমন ছাত্রছাত্রীদের জন্য সুখবর। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে কবে হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা? দিনক্ষণ ঘোষণা করল WBJEE বোর্ড। তাই যারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে ইচ্ছুক তাঁরা আজকের প্রতিবেদনটি শেষ অবধি দেখে নাও।

WBJEE 2025 Date : জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ২০২৫

ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম হল এমন একটি পরীক্ষা যার মাধ্যমে পড়ুয়ারা বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি, কৃষি, ফার্মাসি থেকে আর্কিটেকচারের মত বিভিন্ন টেকনিক্যাল কোর্স ভর্তির সুযোগ পায়। এই পরীক্ষায় বসার জন্য শিক্ষার্থীকে নূন্যতম ১৭ বছর বয়স হতে হবে। একইসাথে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়ে থাকতে হবে।

কবে হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ২০২৫? | WBJEE Exam Date

আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে কবে হবে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা সেটা গতকাল অর্থাৎ ১৩ই ডিসেম্বর বর্ডার তরফ থেকে জানানো। নোটিশ অনুযায়ী ২৭ শে এপ্রিল ২০২৫ রবিবারে নেওয়া হবে WBJEE 2025। নিচে অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া রইল। চাইলে সেটাও দেখে নেওয়া যেতে পারে।

WBJEE Official Websitehttps://wbjeeb.nic.in/
পরীক্ষার তারিখ ঘোষণার নোটিশDownload PDF

যে সমস্ত ছাত্রছাত্রীরা আগামীদিনে ইঞ্জিনিয়ারিং বা ফার্মাসি এর মত কোর্স ভর্তি হতে চাও তাঁরা এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে পারো। আর এই ধরণের পরীক্ষা সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের পেজকে ফলো করে রাখো।


  পড়াশোনা সমস্ত আপডেট স্কলারশিপ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর ও সাজেশন পাওয়ার জন্য গ্রুপে যুক্ত হন -

Join Group

Join Now