LIC Scholarship: ভারতের পুরোনো ও বিশ্বস্ত একটি বীমা কোম্পানি হল লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)। ছাত্রছাত্রীদের পড়াশোনার যাতে অর্থের কারণে কোনো সমস্যায় না পড়তে হয় তার জন্য বিশেষ স্কলারশিপ চালু করা হয়েছে। যেখানে পড়ুয়াদের ২০,০০০ থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হবে। চলুন দেখে নেওয়া যাক LIC Golden Jubilee Scholarship এর যোগ্যতা, আবেদনের পদ্ধতি থেকে শুরু করে সমস্ত খুঁটিনাটি।
এলআইসি স্কলারশিপ | LIC Golden Jubilee Scholarship 2024
স্কলারশিপের নাম | LIC Golden Jubilee Scholarship |
প্রদানকারী সংস্থা | LIC |
আর্থিক বৃত্তির পরিমাণ | ২০০০০ থেকে ৪০০০০ পর্যন্ত |
আবেদন যোগ্য কারা | মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্রাজুয়েশন বা টেকনিক্যাল কোর্সের পড়ুয়ারা |
স্কলারশিপের টাকার পরিমাণ (Scholarship Amount)
এই স্কলারশিপের ক্ষেত্রে কোর্সের ভিত্তিতে টাকার পরিমাণ নির্ধারণ করা হয়। মূলত তিনটি ভাগে আলাদা আলাদা টাকা দেওয়া হয়ে থাকে। সেগুলি হলঃ
১। যদি কেউ মেডিকেল লাইনের গ্রাজুয়েশন বা অপোস্ট গ্রাজুয়েশনে ভর্তি হয়ে থাকে তাহলে তাকে ৪০,০০০ টাকা দেওয়া হবে। তবে সেটা ১২,০০০, ১২,০০০ ও ১৬,০০০ টাকার তিনটি কিস্তিতে দেওয়া হবে।
২। যদি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়ে স্কলারশিপের জন্য আবেদন করা হয় তাহলে মোট ৩০,০০০ টাকা দেওয়া হবে। এই টাকাটিও ৯,০০০, ৯,০০০ ও ১২,০০০ টাকার তিনটি কিস্তিতে দেওয়া হবে।
৩। এছাড়া যদি কেউ সাধারণ গ্রাজুয়েশনের কোর্স ভর্তি হয়ে থাকে থালে তাকে বছরে ২০,০০০ টাকার স্কলারশিপ দেওয়া হবে ৬,০০০, ৬,০০০ ও ৮,০০০ টাকার তিনটি কিস্তির মাধ্যমে।
আবেদনের জন্য যোগ্যতাঃ (Eligibility)
১। যারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে চাও তাদের অবশ্যই কলেজে বা বিশ্ব বিদ্যালয়ে ভর্তি হয়ে থাকতে হবে। এমনকি টেকনিক্যাল এডুকেশন বা আইটিআই এর কোর্স ভর্তি হয়ে থাকলেও আবেদন করা যাবে।
২। আবেদনকারীকে উচ্চমাধ্যমিক বা মাধ্যমিকে ৬০% নম্বর পেয়ে পাশ করে থাকতে হবে।
৩। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার নিচে হতে হবে।
৪। অন্য কোনো স্কলারশিপে টাকা পেয়ে থাকলে এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে না।
৫। এছাড়া আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
আবেদনের পদ্ধতিঃ (How to Apply in LIC Scholarship 2024)
১। এই স্কলারশিপে আবেদনের জন্য প্রথমেই LIC এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। সেখানেই স্কলারশিপের নোটিশে ক্লিক করতে হবে।
২। LIC স্কলারশিপে ক্লিক করলেই আবেদনের পেজ বা ফর্ম খুলে যাবে।
৩। যে আবেদনের ফর্ম খুলে গেল সেটিকে যথাযথ তথ্য দিয়ে পূরণ করতে হবে। একইসাথে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে।
৪। ডকুমেন্টস আপলোড হয়ে গেলে সবটা শুরু থেকে চেক করে নিন আর সাবমিট করে দিন। ব্যাস তাহলেই আবেদন সম্পন্ন হল।
প্রয়য়োজনীয় ডকুমেন্টস
আবেদনের সময় যে ডকুমেন্টসগুলরই প্রয়োজন হবে সেগুলি হলঃ
- আধার কার্ড
- নতুন কোর্স ভর্তি হওয়ার প্রমাণ
- পারিবারিক আয়ের শংসাপত্র
- জাতিগত শংসাপত্র (যদি থাকে)
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস