Apply both SVMCM and OASIS? স্বামী বিবেকানন্দ না ওয়েসিস? কোনটা আবেদন করবেন! জেনে নিন

Scholarship Application Rules of SVMCM and OASIS 2024:মাধ‍্যমিক থেকে উচ্চমাধ‍্যমিক, গ্রাজুয়েশন স্তরের ছাত্রছাত্রীদের কাছেও সরকার প্রদত্ত বৃত্তিগুলি বিশেষ গুরুত্বপূর্ণ। নিম্ন থেকে মধ‍্যবিত্ত স্তরের সকল স্তরের ছাত্রছাত্রীরাই এই প্রকল্পে আবেদন করতে পারেন। তবে আজকে আমাদের আলোচ‍্য বিষয় সংরক্ষিত ক‍্যাটাগোরির ছাত্রছাত্রীরা কী একই সঙ্গে OASIS আর SVMCM (স্বামী বিবেকানন্দ স্কলারশিপ) দুটিতে একই সঙ্গে আবেদন করতে পারবেন? অনেক ছাত্রছাত্রীদের কাছে এটি একটি দ্বন্ধের বিষয়! আর সেই বিষয়ে আমরা আজকে এই প্রতিবেদনে আলোচনা করব।

স্বামী বিবেকানন্দ না ওয়েসিস? SVMCM and OASIS Scholarship Apply Rules 2023-24

নিচে স্বামী বিবেকানন্দ এবং ওয়েসিস স্কলারশিপ (SVMCM and OASIS Scholarship) করার বিস্তারিত বলে দেওয়া থাকলো, কোন শর্তে কোন কলেজের আবেদন করা যাবে ভালো করে পড়ে বুঝে নেবেন তারপরে আবেদন করবেন। যাদের কাজ সার্টিফিকেট আছে এবং তার সঙ্গে সঙ্গে যারা মুসলিম সংখ্যালঘু এবং যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট সকলের জন্য স্কলারশিপ এর আবেদনের উপযোগিতা রয়েছে!

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM)

রাজ‍্যজুড়ে সকল সাধারন স্তরের ছাত্রছাত্রীরা জেনারেল ক‍্যাটাগোরির অন্তভূক্ত হলেই এই স্কলারশিপে আবেদন করতে পারেন। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের অবশ্যই নূন‍্যতম ৬০% নম্বর পেয়ে রাখতে হবে। তারা অন‍্যদিকে OASIS স্কলারশিপে আবেদনের জন‍্য যোগ‍্য নয়।

স্কলারশিপের নামস্বামী বিবেকানন্দ স্কলারশিপ ( SVMCM)
কারা আবেদন করতে পারবেনমাধ‍্যমিক, উচ্চমাধ‍্যমিক, গ্রাজুয়েলন স্তরের ছাত্রছাত্রীরা
মোট প্রাপ্ত নম্বর৬০% বা তার উধ্বে
আবেদন শেষের তারিখ৩১ শে জানুয়ারি

অন‍্যদিকে ৬০ % নম্বরপ্রাপ্ত SC/ST/OBC ক‍্যাটাগোরির সংখ‍্যালঘু ছাত্রছাত্রীরা ঐক‍্যশ্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন‍্য আবেদন করতেই পারেন।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2023 Last Date: Fresh & Renewal কতদিন পর্যন্ত আবেদন চলবে?

OASIS স্কলারশিপ

OASIS স্কলারশিপটি কেবল শুধুমাত্র তপশিলি জাতি (SC), তপশিলি উপজাতি (ST) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী (OBC) অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন, জেনারেল ক‍্যাটাগোরির ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন না, কারণ তারা যোগ্য নই, তাদের জাতিগত SC/ST/OBC সার্টিফিকেট উপযুক্ত নেই।

অন‍্যদিকে মুসলিম সম্প্রদায়ভূক্ত শ্রেণীর ছাত্রছাত্রীদের যারা OBC এর সম্প্রদায়ভূক্ত তারা ঐক‍্যশ্রী বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করলে তারা OASIS স্কলারশিপে আবেদন করতে পারবেন না।

স্কলারশিপের নামOASIS স্কলারশিপ
কারা আবেদন করতে পারবেনতপশিলি জাতি(SC), তপশিলি উপজাতি (ST) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী (OBC)
মোট প্রাপ্ত নম্বর৫০% বা তার ঊর্ধ্বে
আবেদনের শেষ তারিখ১৫ ই জানুয়ারি

অর্থাৎ তপশিলী জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণীভূক্ত ছাত্রছাত্রীরা দুটি স্কলারশিপের মধ‍্যে যেকোন একটি স্কলারশিপে আবেদন করতে পারবেন, কেননা স্কলারশিপে আধার কার্ডের নম্বর দিয়ে লিঙ্ক করা থাকবে। তাই দুটি স্কলারশিপে আবেদন করলেও যেকোন একটি স্কলারশিপ বাতিল হয়ে যাবে।

Aikyashree WBMDFC Scholarship ঐক্যশ্রী স্কলারশিপ
Aikyashree & সংখ্যালঘু SVMCM স্কলারশিপ আবেদন পোর্টাল

অবশ্যই পড়ুন: শুরু হল OASIS স্কলারশিপের আবেদন পক্রিয়া, পাল্টে গেছে পোর্টাল! রইল নতুন নিয়ম সহ আবেদন পদ্ধতি

গুরুত্বপূর্ণ দরকারি লিংক

  • স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অফিসিয়াল পোর্টাল: SVMCM(V4.0)
  • সংখ্যালঘু ঐক্যশ্রী আবেদন পোর্টাল: Aikyashree Scholarship
  • SC/ST/OBC ওয়েসিস স্কলারশিপ আবেদন পোর্টাল: Oasis.gov.in

তাই আবেদনের আগে ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ দুটির বিষয়ে বিস্তারিত জেনে তারপরেই আবেদন করবেন। স্কলারশিপের বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করুন।


  পড়াশোনা সমস্ত আপডেট স্কলারশিপ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর ও সাজেশন পাওয়ার জন্য গ্রুপে যুক্ত হন -

Join Group

Join Now