পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য সেরা পাঁচটি সরকারি স্কলারশিপ (Westbengal Govt Scholarship 2024)

পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য সরকারি এবং বেসরকারি উভয়ই বিভিন্ন ধরনের স্কলারশিপ রয়েছে। এই স্কলারশিপগুলি ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং তাদের আর্থিক সহায়তা প্রদান করতে সাহায্য করে।

কিন্তু অধিকাংশ সময়ই ছাত্র-ছাত্রীদের কাছে সঠিক তথ্য না থাকার কারণে তারা স্কলারশিপ প্রকল্পগুলির ব্যাপারে সঠিক সময় আবেদন করতে পারে না। তো আজকের পোস্টে ছাত্র-ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গের সেরা সরকারি স্কলারশিপ (Top Govt Scholarship WestBengal Students) কারা আবেদন করতে পারবে? কত নম্বর দরকার? কিভাবে আবেদন করবে সমস্ত কিছু একদম বিস্তারিত ভাবে তোমাদের কাছে তুলে ধরা হলো।

পশ্চিমবঙ্গের সেরা সরকারি স্কলারশিপ (WB Scholarship)

পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য সেরা পাঁচটি স্কলারশিপের একটি তালিকা এখানে দেওয়া হল:

স্কলারশিপের নামযোগ্যতাপরিমাণওয়েবসাইট
স্বামী বিবেকানন্দ স্কলারশিপমেধাবী, 60% + নম্বর12,000 – 60,000 টাকাsvmcm.wbhed.gov.in
নবান্ন স্কলারশিপমাধ্যমিক/উচ্চমাধ্যমিক, 50% + নম্বর10,000 – 15,000 টাকাwbsed.gov.in
ঐক্যশ্রী প্রকল্পসংখ্যালঘু পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য10,000 টাকাwbmdfcscholarship.in
ওয়েসিস স্কলারশিপSC, ST, OBC, অন্যান্য 50% + নম্বর20,000 – 30,000 টাকাoasis.gov.in

১. স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ (SVMCM)

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ (SVMCM) হল পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য একটি সরকারি স্কলারশিপ। এই স্কলারশিপের আওতায় একাদশ শ্রেণি থেকে স্নাতকোত্তর স্তরের ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারেন। আবেদনকারীদের পূর্ববর্তী ক্লাসে কমপক্ষে ৬০% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীদের পরিবারের বার্ষিক আয়সীমা ২.৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে।

স্কলারশিপের পরিমাণ:

  • একাদশ/দ্বাদশ শ্রেণি: ১২,০০০ টাকা
  • স্নাতক: ১২০০০ টাকা, ১৮০০০ টাকা থেকে ষাট হাজার টাকা পর্যন্ত।

আবেদন পদ্ধতি: আবেদনকারীরা অনলাইনে আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করতে গেলে svmcm.wbhed.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

২. নবান্ন স্কলারশিপ (Nabanna Scholarship)

নবান্ন স্কলারশিপ হল পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় স্কলারশিপ। এই স্কলারশিপের আওতায় মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৫০% নম্বরের বেশি পেয়ে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারেন।

স্কলারশিপের পরিমাণ:

  • মাধ্যমিক/উচ্চমাধ্যমিক: ১০,০০০ টাকা

আবেদন পদ্ধতি: আগে স্কলারশিপের আবেদন সম্পূর্ণ অফলাইনে নবান্ন অফিসের মাধ্যমে হলেও, বর্তমানে সরকারি ওয়েবসাইটে এই স্কলারশিপ এর আবেদন পত্র জমা নেওয়া হয়। আপনারা পড়ে নিয়ে অবশ্যই আবেদন করবেন।

(Apply) Nabanna Scholarship ১০০০০ টাকা! অনলাইনে আবেদন

৩. ঐক্যশ্রী প্রকল্প (Aikyashree Schlaeship)

ঐক্যশ্রী প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য একটি স্কলারশিপ। এই স্কলারশিপের আওতায় মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারেন।

আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন করতে গেলে wbmdfcscholarship.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।n আবেদন করা হয়ে গেলে ভেরিফিকেশনের জন্য আবেদনপত্র স্কুল বা কলেজে জমা করতে হবে

৪. ওয়েসিস স্কলারশিপ (OASIS Scholarship)

ওয়েসিস স্কলারশিপ হল পশ্চিমবঙ্গ সরকারের একটি স্কলারশিপ যা অত্যন্ত দারিদ্র্যের মধ্যে বসবাসকারী এবং ৫০% এর বেশি নম্বর পাওয়া SC/ST/OBC ছাত্র-ছাত্রীদের জন্য।

স্কলারশিপের পরিমাণ: স্কুল ও কলেজ ছাত্র-ছাত্রীদের কোর্সের উপর ভিত্তি করে স্কলারশিপ এককালীন ৫০০০ টাকা থেকে শুরু করে ত্রিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে।

আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন করতে গেলে oasis.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। পরবর্তীকালে ব্লক অফিসে স্বাক্ষর করিয়ে স্কুল বা কলেজে জমা দিলেই স্কলারশিপ টাকা ছাত্র-ছাত্রীদের ব্যাংক একাউন্টে দেয়া হয়ে থাকে।

অবশ্যই পড়ুন » শুরু হল OASIS স্কলারশিপের আবেদন পক্রিয়া, পাল্টে গেছে পোর্টাল! রইল নতুন নিয়ম সহ আবেদন পদ্ধতি

৫. ন্যাশনাল স্কলারশিপ (NSP Scholarship)

ন্যাশনাল স্কলারশিপ হল ভারত সরকারের একটি স্কলারশিপ যা ছাত্র-ছাত্রীদের জন্য। এই স্কলারশিপের আওতায় মেধাবী পড়ুয়ারা, যারা রাজ্য সরকারের তরফ থেকে কোনরকম স্কলারশিপ পায়না আবেদন করতে পারেন। যদি কোন ছাত্র-ছাত্রী ইতিমধ্যেই রাজ্য সরকারের স্কলারশিপ এর সুবিধা পেয়ে থাকি তারা কিন্তু যোগ্য নয়।

স্কলারশিপের পরিমাণ: ১০ হাজার টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়ে থাকে

আবেদন পদ্ধতি: আবেদনকারীরা অনলাইনে আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করতে গেলে scholarship.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য উপরের পাঁচটি স্কলারশিপ সহ আরও অনেক সরকারি এবং বেসরকারি স্কলারশিপ রয়েছে। এই সকল স্কলারশিপের তথ্য সংগ্রহ করে নিজের যোগ্যতা অনুযায় আবেদন করলে উচ্চশিক্ষায় অর্থনৈতিক সহায়তা পাওয়া যায়। এই সরকারি স্কলারশিপ প্রকল্পগুলির মাধ্যমে অনেক দরিদ্র মেধাবী পড়ুয়ারা তাদের পড়াশোনায় সফল হতে পারে এবং তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে।

পোস্টটি অবশ্যই শেয়ার করার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে পৌঁছে দিন। আর পরবর্তী সমস্ত আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।


  পড়াশোনা সমস্ত আপডেট স্কলারশিপ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর ও সাজেশন পাওয়ার জন্য গ্রুপে যুক্ত হন -

Join Group

Join Now