Class 11 HS First Semester Exam Center 2024 : উচ্চমাধ্যমিক পরীক্ষায় সেমিস্টার সিস্টেম চালু হওয়ায় ছাত্র-ছাত্রীরা তো বটেই, শিক্ষক শিক্ষিকারাও নতুন সিস্টেমের সাথে খাপ খাইয়ে নিতে একটু সময় নিচ্ছেন! এটাই প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে। তাছাড়া সেমিস্টারের সিলেবাসের ওপরেই প্রশ্ন তৈরী করতে হবে। এরই মাঝে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ফার্স্ট সেমিস্টার পরীক্ষার তারিখ ঘোষণা করেছে।
কোথায় সেন্টার পড়বে উচ্চমাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষার?
শিক্ষা সংসদের ঘোষণা অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসে হবে প্রথম সেমিস্টারের পরীক্ষা। কিন্তু তাতে সেন্টার কোথায় পড়বে? এই প্রশ্ন রয়েছে অনেকেরই মনে। এই ক্ষেত্রে অ্যাকাডেমিক ক্যালেন্ডারে বিস্তারিত জানানো হয়েছে। আজ সেই সম্পর্কেই বিস্তারিত আলোচনা করবে এই প্রতিবেদনে।
যেমনটা জানা যাচ্ছে, প্রথম সেমিস্টারের পরীক্ষা ছাত্র ছাত্রীদের নিজেদের স্কুলে অর্থাৎ হোম সেন্টারের হবে। ঠিক যেমনটা টেস্ট পরীক্ষার ক্ষেত্রে হয়ে থাকে। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পরীক্ষা হবে। পরীক্ষার প্রশ্নপত্র থেকে OMR sheet স্কুলের তরফ থেকেই দেওয়া হবে।
আরও দেখতে পারো : নম্বর বাড়াতে চাইলে আবারও দেওয়া যাবে পরীক্ষা! নতুন নিয়ম চালু করল শিক্ষা সংসদ
সেমিস্টারের খাতা দেখা ও নম্বর দেওয়ার পদ্ধতি কি হবে?
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম অনুযায়ী প্রথম সেমিস্টারের খাতা সুখের শিক্ষক-শিক্ষিকারাই দেখবেন। এমনকি ফল প্রকাশও স্কুলের তরফ থেকেই করা হবে। তবে খাতা দেখার পর পরীক্ষার্থীর সাবজেক্ট অনুযায়ী নম্বরের তথ্যে অনলাইনে কাউন্সিলের পোর্টালে আপডেট করতে হবে। তাছাড়া OMR Sheet এ পরীক্ষা হওয়ার দৌলতে ভেরিফিকেশনের করলেই কাজ হয়ে যাবে। উত্তর ঠিক হলেই নাম্বার না হলে নয়।
যেহেতু স্কুলের স্যার-ম্যাডামরা প্রশ্ন করবে তাই পরীক্ষার্থীদের প্রথম সেমিস্টারের পরীক্ষায় ভয় কম হবে বলেই মনে করা হচ্ছে। তাছাড়া পরীক্ষাও তারা নিজেদের স্কুলেই দিতে পারবে। একইভাবে দ্বিতীয় সেমিস্টারেও নিজের স্কুলেই দিতে হবে।
তবে উচ্চমাধ্যমিকের ফাইনাল দুই সেমিস্টার বাইরের স্কুলে সেন্টার পড়বে। সেগুলো অনত্র গিয়ে পরীক্ষা দিতে হবে। পড়াশোনা ও পরীক্ষা থেকে শুরু করে স্কলারশিপ সংক্রান্ত এমন আপডেট পেতে চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে যায় নিচে লিংক দেওয়া আছে।