দেখতে দেখতে দুর্গাপুজো শেষ। আর পুজো শেষ হতেই সামনে পরীক্ষা। শীঘ্রই শুরু হতে করেছে মাধ্যমিক থেকে উচ্চমাধ্যিক ছাত্রছাত্রীদের টেস্ট পরীক্ষা (Test Exam)। পুজোর ছুটির আগেই স্কুলের পক্ষ থেকে পরীক্ষার নেওয়ার কথা জানানো হয়েছিল। তবে কিভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে? আর নিজেদের কিভাবে পুনরায় পড়াশোনার জন্য প্রস্তুত করবে? জানতে হলে আজকের প্রতিবেদন সম্পূর্ণ পড়তে হবে।
পুজোর ছুটি শেষ হলেই টেস্ট পরীক্ষার প্রস্তুতির টিপস
প্রতিদিনের টার্গেট : পড়তে বসার সময় নিজের জন্য একটা টার্গেট সেট করে নিতে হবে। তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে পড়া ও রিভিশন দিতে সুবিধা হবে।
দুর্বলতায় জোর দিতে হবে : যে সাবজেক্ট গুলিতে কমজোরি আছে বলে মনে হচ্ছে সেগুলোতে আগে জোর দিতে হবে। এতে করে রিভিশনও হবে আর দুর্বলতাও দূর হবে।
এছাড়া আমাদের পোর্টালেও সময়মত সাজেশান আপলোড করা হবে। সেগুলো ফলো করলে অনেকটা সাহায্য পাওয়া যাবে। খুব শীঘ্রই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের জন্য বিষয়ভিত্তিক সাজেশান বা প্রস্তুতি টিপস দেওয়া শুরু হবে। সেগুলো পেতে হলে আমাদের সাথে যুক্ত থাকতে হবে।