ক্লাসে মোবাইল নয়, ছুটি নিয়েও কড়াকড়ি!শিক্ষকদের জন্য নতুন নিয়ম, জারি হল নোটিশ

No Mobile use in Class! হ্যাঁ ক্লাস করানোর সময় মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না শিক্ষক-শিক্ষিকারাও। আসলে ক্লাস চলাকালীন ফোন ঘাঁটছেন বা সাইকেল মিডিয়াতে ব্যস্ত খোদ স্যার ম্যাডামরা, এমন অভিযোগ উঠেছে বহুবার। এই বিষয় এড়াতে মাঝে মধ্যেই শিক্ষা দফতর থেকে এমনই কিছু বিধি নিষেধ জারি করা হয়েছিল, কিন্তু খুব একটা সুফল মেলেনি। তবে এবার বিচারপতির সারপ্রাইজ ভিজিট এর পরেই স্কুলে স্কুলে পৌছালো নোটিশ (WB School Notice)স্কুলে ক্লাস চলাকালীন কোনো মাস্টারমশাই মোবাইল ঘটতে পারবেন না, এছাড়াও ছুটি নিয়েও বেশ কিছু নিয়ম বদল হয়েছে।

নতুন নির্দেশিকায় কি বলা হয়েছে শিক্ষক-শিক্ষিকাদের মোবাইলের ব্যবহার নিয়ে? ছুটির নিয়মই বা কতটা বদলে গেল? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই হাজির আমরা। চলুন এক এক করে দেখে নেওয়া যাক কি কি নিয়ম জারি হতে চলেছে।

ক্লাস চলাকালীন মোবাইল ব্যবহার নয় (No Mobile use While in Class Notice 2024)

পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের নতুন নির্দেশিকা অনুযায়ী ক্লাস চলাকালীন শিক্ষকেরা মোবাইল ব্যবহার করতে পারবেন না। কারণ এই সময়টা শিক্ষার্থীদের পড়ানোর জন্য। তাই সেটার উপরেই গুরুত্ব দিতে হবে। যদিও আগেই এমন বিধিনিষেধ জারি করা হয়েছিল, তবে এবার সেটা কড়াকড়ি করা হল।

আরও পড়ুনঃ বই খুলেই হবে পরীক্ষা! ছাত্রছাত্রীরা কবে থেকে পাবে সুবিধা? দেখে নিন

শিক্ষকদের ছুটির নির্দেশিকা (Teacher’s Leave Rules Notification 2024)

সম্প্রতি প্রকাশিত নির্দেশিকায় (WB School Notice) বলা হয়েছে প্রধান শিক্ষক/শিক্ষিকার অনুমতি ছাড়া কোনো শিক্ষক-শিক্ষিকা ছুটি নিতে পারবেন না। তাছাড়া কেন ছুটি নেওয়া হচ্ছে সেটার যথাযথ কাগজপত্র বা নথি জমা করতেই হবে। শুধু তাই নয়, প্রধান শিক্ষকদের স্কুলের শিক্ষকদের রেজিস্টার খাতা আপ টু ডেট রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ছুটির নিয়মের পাশাপাশি বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টিকেও নজর দেওয়ার প্রসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে।

কেন জারি হল নতুন নিয়ম?

শিক্ষকদের জন্য নিয়ম আগে থেকেই ছিল। তবে সম্প্রতি নতুন নির্দেশিকার কারণ হল গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর সারপ্রাইজ ভিজিট। সার্কিট বেঁচে যাওয়ার সময় হটাৎই ফনীন্দ্রদেব ইনস্টিটিউশনে ভিজিট চলে যান তিনি। সেখানে গিয়ে দেখেন মোট শিক্ষক ৪৫ হলেও ১২ জন ছুটিতে। এর পরেই রিপোর্ট তলব করা হয়। যার ফলে কার্যত টনক নড়েছে শিক্ষা দফতরের, তারপরেই জারি হল নতুন নির্দেশিকা।

** বাংলার উচ্চশিক্ষা অফিসিয়াল ওয়েবসাইট >> Link


  পড়াশোনা সমস্ত আপডেট স্কলারশিপ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর ও সাজেশন পাওয়ার জন্য গ্রুপে যুক্ত হন -

Join Group

Join Now