শুরু হল OASIS স্কলারশিপের আবেদন পক্রিয়া, পাল্টে গেছে পোর্টাল! রইল নতুন নিয়ম সহ আবেদন পদ্ধতি

পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য দারুণ খুশির খবর। আবারও ওয়েসিস স্কলারশিপে আবেদন গ্রহণ শুরু হয়েছে (OASIS Scholarship Application Reopen)। মূলত সংখ্যালঘু পড়ুয়াদের উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই স্কলারশিপ প্রদান করা হয়। এই স্কলারশিপের মাধ্যমে প্রচুর SC,ST ও OBC ছাত্রছাত্রীরা সরাসরি আর্থিক সুবিধা পেয়ে থাকে। অনলাইনে সহজ পদ্ধতি মেনে আবেদন করলেই সোজা অ্যাকাউন্টে টাকা পাওয়া যাবে।

ইতিমধ্যেই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য ওয়েসিস স্কলারশিপে আবেদনের পক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কিন্তু মাঝে বেশ কিছুদিন আবেদন করার মূল ওয়েবসাইটটি বন্ধ হয়ে গিয়েছিল। এবার প্রায় ১ মাস পর পোর্টাল আবারও খুলে গিয়েছে। আপগ্রেডের পর বর্তমানে আঁধারের ওটিপি এর সাহায্যে (EKYC) সহজেই আবেদন করা যাবে। তবে কিছু নতুন নিয়ম যুক্ত হয়েছে আবেদনের জন্য।

আজকের প্রতিবেদনে ওয়েসিস স্কলারশিপ ২০২৩-২৪ এ আবেদনের নতুন নিয়ম সম্পর্কে বিস্তারিত জানানো হল। যারা আবেদন করবে তারা অবশ্যই ভালো করে প্রতিটা নিয়ম পড়ে নাও। এতে করে স্কলারশিপের জন্য নির্ভুলভাবে আবেদন করা যাবে।

স্কলারশিপের নামওয়েসিস স্কলারশিপ (OASIS Scholarship)
প্রদানকারী সংস্থাপশ্চিমবঙ্গ সরকার
আবেদনের জন্য যোগ্যতাSC, ST, OBC
অফিসিয়াল ওয়েবসাইট https://oasis.gov.in/

ওয়েসিস স্কলারশিপে আবেদনের নতুন নিয়মাবলীঃ (Oasis Scholarship Application New Rules)

১. নতুন নিয়ম অনুযায়ী ওয়েসিস স্কলারশিপের জন্য আবেদন করার সময় যথাস্থানে জাতিসংশাপত্রের নম্বরটি সঠিকভাবে লিখতে হবে

২. আবেদনকারীর নাম বাংলার শিক্ষা পোর্টালের যেটা আছে সেটাই আঁধার কার্ডে থাকতে হবে। যদি তা না হয় তাহলে আবেদন বাতিল হয়ে যেতেই পারে। তাই নামের কোনো ভুল থাকলে আগে নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে বাংলার শিক্ষা পোর্টালের সাথে আঁধার কার্ডের নাম এক করে নিতে হবে।

৩. স্কলারশিপের জন্য যে আবেদন করছে তার নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। সাথে ব্যাংকে আঁধার লিংক করানো থাকতে হবে। তবেই সরাসরি টাকা পাওয়া যাবে। যদি পরিবারের অন্য কারোর অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয় সেক্ষেত্রে স্কলারশিপ পেতে সমস্যা হতে পারে।

৪. স্কলারশিপে আবেদনের সময় আবেদনকারীকে সঠিক ভাবে বয়স, নাম, লিঙ্গ, শিক্ষাগত যোগ্যতা ঠিক জায়গায় দিতে হবে।

৫. ওয়েসিস স্কলারশিপে আবেদনের সময় আবেদনকারীকে সক্রিয় মোবাইল নাম্বার দিতে হবে। এই নম্বরটিকে কোর্স শেষ হওয়া পর্যন্ত সক্রিয় করে নিজের কাছে রাখতে হবে।

৬. ওয়েসিস স্কলারশিপের জন্য একবারই আবেদন করা যাবে। বারে বারে আবেদন করা হল তাঁর আবেদন পত্র বাতিল করে দেওয়া হবে।

৭. যখন আবেদন করবে তখন আবেদনকারীর জাতিসংশাপত্রের নাম ও আঁধার কার্ডের নাম এক আছে কিনা চেক করে নিতে হবে। ওই একই নাম দিয়ে আবেদন করতে হবে।

৮. মাধ্যমিকের পর স্কলারশিপের জন্য আবেদন করার সময় সঠিকভাবে কোর্স ও প্রতিষ্ঠানের নাম নির্বাচন করতে হবে। অমিল হলে আবেদন বাতিল হবে যাবে।

৯. যদি কোনো আবেদনকারী ভুল তথ্য দিয়ে ওয়েসিস স্কলারশিপে আবেদন করা ও তাকে পায় সেক্ষেত্রে মিথ্যে তথ্য দিয়ে পাওয়া টাকা পুনুরুদ্ধার করা হবে। সাথে আবেদনকারীর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে।

পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য সেরা পাঁচটি সরকারি স্কলারশিপ (Westbengal Govt Scholarship 2024)

ওয়েসিস স্কলারশিপে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে?

১. পরিবারের আয়ের শংসাপত্র
২. আবেদনকারীর জন্মের প্রমাণপত্র (জন্ম সার্টিফিকেট/আঁধার কার্ড)
৩. আবেদনকারীর নামের জাতিগত শংসাপত্র
৪. আবেদনকারীর নিজের নামের ব্যাংক এর পাসবুক
৫. আবেদনকারীর শেষ দেওয়া পরীক্ষার উত্তীর্ণ হওয়ার রেজাল্ট

নিচে ওয়েসিস স্কলারশিপে আবেদনের জন্য যে নতুন নিয়ম জারি করা হয়েছে তার অফিসিয়াল নোটিফিকেশনটির ছবিও দেওয়া রইল।

Oasis Scholarship New Rules Notification

যাঁরা এই ওয়েসিস স্কলারশিপে আবেদন করতে গিয়েও ওয়েবসাইট বন্ধ থাকার কারণে করতে পারোনি তারা এবার আবেদন করতে পারবে। তবে উপরিউক্ত নিয়মগুলো ভালো করে দেখে আবেদন করলে প্রথমবারেই নির্ভুলভাবে আবেদন সম্পন্ন হয়ে যাবে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2023 Last Date: Fresh & Renewal কতদিন পর্যন্ত আবেদন চলবে?


  পড়াশোনা সমস্ত আপডেট স্কলারশিপ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর ও সাজেশন পাওয়ার জন্য গ্রুপে যুক্ত হন -

Join Group

Join Now