Online College Admission: কবে থেকে শুরু অনলাইনে কলেজে ভর্তি? দেখে নিন উচ্চশিক্ষা দফতরের আপডেট

পশ্চিমবঙ্গ সরকার গ্রাজুয়েশন বা স্নাতক স্তরের ক্ষেত্রে একাধিক বদল আনতে চলেছে। তাই এবছরের কলেজে ভর্তির জন্যও বিশেষ আয়োজন করা হচ্ছে। বিগত কয়েক বছরের মত এবছরেও কলেজে ভর্তির সপূর্ণ প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা হবে। তবে ভোটের কারণে ভর্তি প্রক্রিয়া শুরু হতে কিছুটা দেরি হয়েছে।

যেমনটা জানা যাচ্ছে আগামী ২২শে জুন থেকেই অনলাইনে ফর্ম ফিলআপ করে কলেজে ভর্তির পক্রিয়া শুরু করা হবে। আজকের প্রতিবেদনে কলেজে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়েই আলোচনা করা হল।

কলেজের ভর্তির পক্রিয়া (College Admission Process)

এতদিন একাধিক কলেজে ভর্তির আবেদনের জন্য প্রতিটা কলেজের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হত। তবে এবার সেই পদ্ধতিতে বদল আসতে চলেছে, এই বছর থেকে একই জায়গা থেকে একাধিক ক ওলেজের জন্য আবেদন করা যাবে! কিভাবে? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

স্নাতক কোর্স ভর্তির জন্য নির্দিষ্ট একটি ওয়েবসাইট থাকবে যাকে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল বা WBCAP বলা হবে। আবেদনের পর মেধা তালিকাপ্রকাশিত হবে। তারপর কাউন্সিলিংয়ের মাধ্যমে পছন্দের কলেজে ভর্তি হতে পারবে ছাত্র ছাত্রীরা।

আরও পড়ুনঃ মাধ্যমিকের পর কোন সরকারি স্কলারশিপে আবেদন করা যায়?

WBCAP এর সুবিধা কি?

এতদিন প্রতিটি কলেজের জন্য পৃথক পৃথক আবেদন করতে হত, এতে সময়ও যেত অনেকটাই। তবে এবার কলেজে ভর্তির প্রক্রিয়াকে আরও সহজতর করার জন্য এই নতুন পোর্টাল চালু করা হয়েছে। যেখানে একদিকে যেন সম্পূর্ণ পদ্ধতি সহজ হবে তেমনি ভর্তির ক্ষেত্রে স্বচ্ছতাও বৃদ্ধি পাবে।

** বর্তমানে WBCAP এর অফিসিয়াল ওয়েবসাইটে কাজ চলার কারণে সেটিকে কেউই ব্যবহার করতে পারছে না। তবে শীঘ্রই কাজ সম্পূর্ণ হলে ওয়েবসাইট খুলে দেওয়া হবে। তখন আবেদন করা যাবে। তোমরা যদি ওয়েবসাইট লাইভ হওয়ার আপডেট পেতে চাও তাহলে আমাদের গ্রূপে জয়েন হয়ে যেতে পারো।


  পড়াশোনা সমস্ত আপডেট স্কলারশিপ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর ও সাজেশন পাওয়ার জন্য গ্রুপে যুক্ত হন -

Join Group

Join Now