SBI Scholarship 2024: স্টেট ব্যাঙ্ক স্কলারশিপে মিলবে ৭০,০০০ টাকা! রইল অনলাইনে আবেদনের খুঁটিনাটি

SBI Scholarship 2024 : প্রতিবছর মেধাবী ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকার থেকে কেন্দ্রে সরকারের পক্ষ থেকে একাধিক স্কলারশিপ দেওয়া হয়। এমনকি বেশ কিছু প্রাইভেট কোম্পানি ও NGO এর থেকেও স্কলারশিপ দেওয়া হয়। আজ এমনি একটা স্কলারশিপের খোঁজ রইল তোমাদের জন্য। কিছুদিন আগেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে স্নাতকোত্তর কোর্স করা পড়ুয়াদের জন্য স্কলারশিপের আবেদন চালু হয়েছে।

আজকের প্রতিবেদনে State Bank of India Scholarship এ আবেদনের জন কি যোগ্যতা লাগবে তো কি ভাবে আবেদন করতে হবে তার বিস্তারিত তথ্য জানাবো। তাই যদি শিক্ষার্থীদের প্রতিবেদনটি শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

স্টেট ব্যাঙ্ক আশা স্কলারশিপ ( SBI Scholarship 2024 )

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অধীনে থাকা একটি সংস্থা হল SBI Foundation। এই সংস্থার তরফ থেকেই ১০,০০০ টাকা থেকে শুরু করে ৭০,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়। তবে পড়াশোনার কোর্সের উপর টাকার অঙ্কটা নির্ভর করে।

স্কলারশিপের নামSBIF Asha Schoparship 2024
কারা আবেদনের যোগ্য স্কুল, কলেজ ও স্নাতকোত্তর ছাত্রছাত্রীরা
কিভাবে আবেদন করবেঅনলাইনে
স্কুলের ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির পরিমাণ১৫,০০০
কলেজের শিক্ষার্থীদের জন্য বৃত্তির পরিমাণ৫০,০০০
স্নাতকোত্তর কোর্সের জন্য বৃত্তির পরিমাণ৭০,০০০
আবেদনের শেষ তারিখ৭ই অক্টোবর ২০২৪

SBI Scholarship Eligibility: আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা

যারা এই স্কলারশিপের জন্য আবেদনের কথা ভাবছো তাদের অবশ্যই কিছু যোগ্যতা থাকতে হবে। তবে কোর্সের নিরিখে যোগ্যতাও ভিন্ন হবে। এক এক করে সেগুলি নিচে জানানো হলঃ

  • আবেদনকারী প্রার্থীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।
  • শেষ পরীক্ষায় নূন্যতম ৭৫% নাম্বার পেয়ে পাশ করে থাকতে হবে।
  • তপশিলি জাতি ও উপজাতির শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • এই স্কলারশিপের ৫০% মহিলাদের জন্য সংরক্ষিত।

স্কুলের ছাত্রছাত্রীদের জন্য যোগ্যতাঃ

  • ষষ্ঠ শ্রেণীর পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবে। দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের জন্য বরাদ্দ ১০০০০ টাকাই বৃত্তি হিসাবে পাওয়া যাবে।
  • আবেদনকারী প্রার্থীর পারিবারিক আয় বার্ষিক ৩ লক্ষ টাকার নিচে হতে হবে।

কলেজের বা স্নাতক স্তরের ছাত্রছাত্রীদের জন্য যোগ্যতাঃ

  • আবেদনকারী প্রার্থীকে NIRF এর সেরা ১০০ কলেজের মধ্যে কোনো একটিতে পাঠরত হতে হবে।
  • শেষ পরীক্ষায় ৭৫% নাম্বার পেয়ে পাশ করে থাকতে হবে।
  • আবেদনকারী প্রার্থীর পরিবারের বার্ষিক আয় ৬ লক্ষ টাকার নিচে হতে হবে।

স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের জন্য যোগ্যতাঃ

  • এক্ষেত্রেও আবেদনকারী প্রার্থীকে NIRF এর সেরা ১০০ টি কলেজের মধ্যে কোনো একটিতে ভর্তি হয়ে থাকতে হবে।
  • শেষ শিক্ষাবর্ষে ৭৫% নাম্বার সহ পাশ করে থাকতে হবে।
  • যে আবেদন করবে তার পরিবারের বার্ষিক আয় ৬ লক্ষ টাকার নিচে হতে হবে।

SBI Foundation Asha Scholarship Online Apply : অনলাইনে আবেদনের পদ্ধতিঃ

  • এই স্কলারশিপে আবেদন করতে চাইলে প্রথমে Buddy4Study ওয়েবসাইটে চলে যেতে হবে। এরপর সেখানে নিজের ইমেল আইডি ও ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
SBI Scholarship 2024 Online Apply Process
  • রেজিস্টার করে নেওয়ার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়েই লগ ইন করুন। তারপর স্ক্রিনে SBIF Asha Scholarship এ ক্লিক করলেই আবেদন ফর্ম্ম চলে আসবে।
  • যে ফর্মটি আপনার সামনে এসেছে সেখানে যথাযথ তথ্য দিয়ে। দিন তারপর নিচে Terms & Conditions অ্যাকসেপ্ট করে প্রিভিউ করে নিন। সবটা ঠিক আছে কি না চেক করে সাবমিট করে দিলেই আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে।

আরও দেখতে পারো : কোন কোন স্কলারশিপে আবেদন চালু আছে?

স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটSBI Scholarship 2024
সরাসরি আবেদন করার লিঙ্ক Online Apply

এমনই আরও স্কলারশিপের খবর ও পড়াশোনা সংক্রান্ত খবরের জন্য আমাদের সাথে থাকতে হবে। তার জন্য আমাদের হোয়াটস্যাপ গ্রূপে যোগ হয়ে যেতে পারো।


  পড়াশোনা সমস্ত আপডেট স্কলারশিপ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর ও সাজেশন পাওয়ার জন্য গ্রুপে যুক্ত হন -

Join Group

Join Now