Reappar in WBCHSE HS Exam for Marks Increment : সম্প্রতি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) তরফ থেকে পরীক্ষা সংক্রান্ত একটি বড় আপডেট মিলেছে। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দুর্দান্ত ঘোষণা করেছে সংসদ। ২০২৪ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় (HS Exam) বেশ কিছু ছাত্রছাত্রীরা কিছু বিষয়ে পাশ করতে পারেনি। ফলে বড় দুর্দশায় পড়তে হয়েছে তাঁদের। আবার অন্যদিকে কিছুজন যতটা আশা করেছিল পছন্দের সাবজেক্টে ততটা নাম্বার পাইনি।
একাধিক বিষয়ে অনুত্তীর্ণ হলে পুনরায় উচ্চমাধ্যমিক দিতে হবে। কিন্তু যারা পাশ করেছে অথচ আশানুরূপ নাম্বার পাইনি তাঁরা হয়তো কম নাম্বারের জন্য সেই বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে। তবে এবার সেই সমস্ত ছাত্রদের জন্য উচ্চমাধ্যমিক পর্ষদ পুনরায় পরীক্ষার ব্যবস্থা করেছে। চাইলে সেই পরীক্ষা দিয়েই পাশ করতে পারে যাবে বা নম্বর বাড়িয়ে নেওয়া যাবে।
আবারও দেওয়া যাবে উচ্চমাধ্যমিক! নোটিশ দিল শিক্ষা সংসদ
যেমনটা জানা যাচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন নিয়ম অনুযায়ী ইংলিশ বাদে বাকি তিনটি মেন সাবজেক্টের মধ্যে কোনো একটিতে পাশ না হলে সেটা ঐচ্ছিক বিষয়ে চলে যায়। বাকিগুলো নিয়েই বেস্ট অফ ফোর ক্যালকুলেট করা হয়। সেক্ষেত্রে কেরিয়ারের শুরুতেই সমস্যার সম্মুখীন হতে হয় ছাত্রছাত্রীদের। তাই এই নতুন নিয়ম চালু করা হচ্ছে যেখানে পুনরায় পরীক্ষা দেওয়া যাবে।
আসলে এবছর উচ্চমাধ্যমিকের নিয়ম অনুযায়ী পাশের হার ভালোই কিন্তু মুশকিল হল বেশিরভাগ পদুয়ারাই ফিজিক্সে ফেল করেছে। এছাড়াও কেমিস্ট্রি বা অঙ্কে ফেল করা ছাত্রছাত্রীদের সংখ্যাও বেশ অনেকটাই। এর ফলে ঐচ্ছিক বিষয় বায়োলজি থাকলেও ফিজিক্স / কেমিস্ট্রি /অঙ্কে ফেল করায় সেটা মূল বিষয়ের মধ্যে ঢুকে গিয়েছে। কিন্তু যদি জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষায় বসতে হয় সেক্ষেত্রে ফিজিক্স ও কেমিস্ট্রিতে পাশ করা বাধ্যতামূলক।
এসবের ফলে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল এর পড়াশোনার স্বপ্ন অধরাই থেকে যাবে শিক্ষার্থীদের। তাই নতুন নিয়মের দ্বারা তাদের আরেকটা সুযোগ দেওয়া হবে নাম্বার বাড়িয়ে ফিজিক্স কেমিস্ট্রির মত বিষয়গুলিকে মূল ঐচ্ছিক বিষয়ে নিয়ে আসার।
আরও পড়ুনঃ মাধ্যমিকের পর কোন সরকারি স্কলারশিপে আবেদন করা যায়?
কিভাবে পুনরায় পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করা যাবে?
পর্ষদের নিয়ম অনুযায়ী পরীক্ষার্থীরা নিজেদের ঐচ্ছিক বিষয় পাল্টে নিতেপারবে। এর জন্য রেজাল্ট বেরোনোর পর সেটা সারেন্ডার করে দিতে হবে। তারপর নতুন করে কনটিনিউয়িং পরীক্ষার্থী হিসাবে আবারও উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে পারবে। এক্ষেত্রে একটি বিষয়ে বা সমস্ত বিষয়ে পরীক্ষা দেওয়া যেতে পারে।
এই আবেদন পরীক্ষার্থী নিজে থেকে করতে পারবেন না। এর জন্য স্কুলের প্রধান শিক্ষক / শিক্ষিকার সাথে যোগাযোগ করতে হবে। পরীক্ষার্থীর হয়ে স্কুলই সংসদের কাছে আবেদন করবে। এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে অফিসিয়াল নোটিশের লিংক দেওয়ার রয়েছে সেটা দেখে নিয়ে স্কুলের সাথে কথা বলতে পারো।
** উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল নোটিফিকেশন: Download Notification