TATA Pankh Scholarship: পড়াশোনার জন্য 12000 দেবে টাটা, যোগ্যতা দেখে ঝটপট করুন টাটা স্কলারশিপে আবেদন

স্কুল হোক বা কলেজ সমস্ত পড়ুয়াদের জন্য একটা দারুণ সুখবর! শুরু হল টাটা স্কলারশিপ ২০২৫-২৬ (TATA Pankh Scholarship) এর আবেদনের পক্রিয়া। এটি ভারতের অন্যতম ও বড় কোম্পানি টাটা গ্রূপের তরফ থেকে প্রদেয় একটি বৃত্তি যা প্রতিবছর বহু ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য সাহায্য করে। কারা আবেদনের জন্য? কি কি কাগজপত্র লাগবে আর কোথায় কখন আবেদন করতে হবে? এই সমস্ত প্রশ্নের জবাব সহ টাটা স্কলারশিপের সমস্ত খুঁটিনাটি তথ্য রইল আজকের প্রতিবেদনে।

টাটা স্কলারশিপ ২০২৫-২৬ (TATA Pankh Scholarship)

দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ পড়ুয়াদের জন্য Tata Capital Pankh Scholarship Programme এর মাধ্যমে আর্থিক সাহায্য করা হয়ে থাকে। এর মাধ্যমে যোগ্যরা 10000 থেকে শুরু করে 12000 টাকা পর্যন্ত স্কলারশিপ পেয়ে থাকে। এমনকি পোস্ট গ্রাডুয়েশনের পড়াশোনার ক্ষেত্রে 50000 টাকা পর্যন্ত দেওয়া হতে পারে।

কোর্সের নামস্কলারশিপের টাকার পরিমাণ
মাধ্যমিক পাশের পর একাদশ বা দ্বাদশ10000 টাকা
কলেজ কোর্স কিংবা ডিপ্লোমা12000 টাকা
প্রফেশনাল ডিগ্রি কোর্সসর্বোচ্চ 50000 টাকা

টাটা স্কলারশিপের জন্য যোগ্যতা (TATA Scholarship Eligibility)

শুরু করা যায় যোগ্যতা দিয়ে। কেউ যদি নিজের জন্য টাটার এই স্কলারশিপের আবেদন করতে চায় তাহলে তার নিম্নলিখিত এই যোগ্যতা থাকতে হবে।

  • আবেদনকারী ছাত্র বা ছাত্রীকে এবং তার পরিবারকে অবশ্যই ভারতীয় স্থায়ী নাগরিক হতে হবে।
  • পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে।
  • শেষ পরীক্ষায় নূন্যতম 60% নম্বর সহ পাশ করে থাকতে হবে।
  • আবেদনকারী শিক্ষার্থীকে সরকারি বা প্রাইভেট স্কুল, কলেজ কিংবা সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকতে হবে। কোন কোন কোর্স এই স্কলারশিপের যোগ্য সেটির তালিকাও নিচে দেওয়া রইল।
TATA Pankh Scholarship by TATA Capital 2025-26

যে সমস্ত কোর্সে ভর্তি হলে স্কলারশিপে আবেদন করা যাবে

  • যদি শিক্ষার্থী স্কুলে পাঠরত অবস্থায় থাকে তাহলে মাধ্যমিক পাশ করে একাদ্বশ কিংবা দ্বাদশ শ্রেণীতে পাঠরত হতে হবে।
  • যদি উচ্চমাধ্যমিক পাশ করে গিয়ে থাকত তাহলে (BA, BSC কিংবা B.Com) এর মধ্যে কোনো একটি কোর্সে, ITI কোর্সে কিংবা কোনো ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়ে থাকতে হবে।
  • আর যদি ডিপ্লোমা কোর্স বা গ্রাজুয়েশন শেষ হয়ে গিয়ে থাকে তাহলে পোস্ট গ্রাজুয়েশনের পড়াশোনা শুরু করে থাকতে হবে।

আরও দেখুনঃ স্বামী বিবেকানন্দ না ওয়েসিস? কোনটা আবেদন করবেন! জেনে নিন

টাটা স্কলারশিপে আবেদনের পদ্ধতি | TATA Pankh Scholarship Online Application

যে সমস্ত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে Buddy4study পোর্টালের মাধ্যমেই আবেদন করতে হবে। এক্ষেত্রে আবেদন ফর্ম ফিলাপ থেকে ডকুমেন্টস আপলোড করতে হবে। তারপর ভেরিফিকেশন হলে আবেদন সম্পন্ন হবে। নিচে সম্পূর্ণ পদ্ধতির বিস্তারিত জানানো হল।

  • প্রথমেই buddy4study পোর্টালের জন্য একটি ইউজার আইডি বা প্রোফাইল বানিয়ে ফেলতে হবে। এর জন্য ওয়েবসাইটে গিয়ে Sign Up বাটনে ক্লিক করে যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
  • এরপর নিজের কোর্স খুঁজে নিয়ে যে স্কলারশিপে আবেদন করতে হবে (এক্ষেত্রে টাটা পান্খ স্কলারশিপ) সেটির পাশেই থাকা Apply Now বাটনে ক্লিক করতে হবে।
  • এবার আবেদনের ফর্ম খুলে যাবে। সেখানে যথাযথ তথ্য দিয়ে ফর্ম পূরণ করে নিতে হবে।
  • সমস্ত তথ্য সঠিক ভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে প্রয়োজনীয় ডকুমেন্টস (নিচে তালিকা দেওয়া আছে) PDF ফরম্যাটে আপলোড করে দিতে হবে।
  • সমস্ত ডকুমেন্ট আপলোড করার পর শুরু থেকে আরও একবার চোখ বুলিয়ে দেখে নিতে হবে কোনো ভুলভ্রান্তি থেকে গেছে কি না। যদি থাকে তাহলে সেটা ঠিক করে নিয়ে সাবমিট করে দিলেই আবেদন সম্পন্ন।

আবেদনের শেষ একটি ইউনিক অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হবে। সেটা ভবিষ্যতে কাজে লাগবে স্ট্যাটাস চেকিংয়ের জন্য। তাই সেটিকে যত্ন সহকারে নোট করে রাখতে হবে।

কি কি ডকুমেন্টস লাগবে?

  • সরকারি সচিত্র পরিচয়পত্র (আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার কার্ড)।
  • পরিবারের বাৎসরিক আয়ের শংসাপত্র (Income Certificate)।
  • শেষ পরীক্ষার মার্কশীট বা কলেজের পরীক্ষা হয়ে থাকলে তার গ্রেড কার্ড।
  • নতুন কোর্স ভর্তির প্রমাণস্বরূপ টিউশন ফি পেমেন্টের রশিদ।
  • জাতিগত বা প্রতিবন্ধকতার কোনো শংসাপত্র থাকলে সেটি।
  • সবশেষে আবেদনকারী পড়ুয়ার নিজের ব্যাঙ্ক পাশ বুক ও একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।

এই ছিল আবেদনের পদ্ধতি ও কি কি ডকুমেন্টস লাগবে তার তথ্য। এছাড়াও নিচে কিছু গুরুত্বপূর্ণ তারিখ, হেল্পলাইন নাম্বার, ইমেল থেকে শুরু করে আবেদনের লিংক দেওয়া রইল।

আবেদনের লিংক (Online Application Link)TATA Pankh Scholarship Apply
আবেদনের শেষ তারিখ (Last Date of Application)26th December 2025
হেল্পলাইন011-430-92248 (সোম থেকে শুক্র অফিস টাইমের মধ্যে)
[email protected]

আমাদের দেওয়া তথ্য যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে ও যার প্রয়োজন তার সাথে অবশ্যই শেয়ার করে দিও।


  পড়াশোনা সমস্ত আপডেট স্কলারশিপ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর ও সাজেশন পাওয়ার জন্য গ্রুপে যুক্ত হন -

Join Group

Join Now