TATA Steel Scholarship 2024 (Apply) পাবেন ১ লক্ষ টাকা! স্কলারশিপ দেবে টাটা, আবেদন দেখে নিন

TATA Steel Silver Jubilee Scholarship 2024: শিক্ষা হল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু শিক্ষার খরচ অনেক বেশি। তাই, অনেক মেধাবী ও নিম্ন আয়ের ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে না। এই সমস্যা সমাধানে টাটা স্টিল এন্ড কোম্পানি একটি অত্যন্ত মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। তারা মেধাবী ও নিম্ন আয়ের ছাত্রছাত্রীদের জন্য “TSDPL সিলভার জুবিলি স্কলারশিপ ২০২৪” চালু করেছে। এই স্কলারশিপের মাধ্যমে প্রতি বছর ১ লক্ষ টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে।

টাটা স্টিল সিলভার জুবিলি স্কলারশিপ | TATA Steel Silver Jubilee Scholarship 2024

টাটা স্টিল এন্ড কোম্পানি আবারো মেধাবী ও নিম্ন আয়ের ছাত্রছাত্রীদের জন্য নতুন স্কলারশিপের স্কিম চালু করেছে। এই স্কলারশিপের নাম হল “TSDPL সিলভার জুবিলি স্কলারশিপ ২০২৩-২৪”। এই স্কলারশিপের মাধ্যমে প্রতি বছর ১ লক্ষ টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে।

বিষয়তথ্য
নামTSDPL সিলভার জুবিলি স্কলারশিপ ২০২৪
উদ্যোক্তাটাটা স্টিল এন্ড কোম্পানি
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতাসরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটিআই/ডিপ্লোমা/স্নাতক/স্নাতকোত্তর স্তরে পাঠরত থাকতে হবে।
আবেদনকারীর মাধ‍্যমিক ও উচ্চমাধ‍্যমিকে নম্বরকমপক্ষে ৬০%
প্রার্থীর বার্ষিক আয়৫ লক্ষ টাকার উপরে হওয়া যাবে না।
বৃত্তির পরিমাণবার্ষিক ১ লক্ষ টাকা
আবেদনের শেষ তারিখ২৪শে জানুয়ারি, ২০২৪
আবেদন পদ্ধতিঅনলাইনে buddy4study.com ওয়েবসাইটে আবেদন করতে হবে।

এই স্কলারশিপের মাধ্যমে মেধাবী ও নিম্ন আয়ের ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারবেন এবং সমাজে অবদান রাখতে পারবেন।

স্কলারশিপের জন্য যোগ্যতা (Eligibility Criteria)

  • আবেদনকারীকে ভারতের জামশেদপুর, কলিঙ্গানগর, পান্তনগর, ফরিদাবাদ, পুনে, চেন্নাই, টাডা এবং কলকাতার বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটিআই/ডিপ্লোমা/স্নাতক/স্নাতকোত্তর স্তরে পাঠরত থাকতে হবে।
  • আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কমপক্ষে ৬০% নম্বর থাকতে হবে।
  • আবেদনকারীর বার্ষিক আয় ৫ লক্ষ টাকার উপরে হওয়া যাবে না।
  • মেয়েদের, শারীরিক প্রতিবন্ধী ছাত্রদের এবং যারা SC/ST সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • ক্রীড়াকলাপ ও অন্যান্য শিক্ষা বর্হিভূত কার্যের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে।

মিস করবেন না! পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য সেরা প্রাইভেট স্কলারশিপ (Private Scholarship Westbengal Students)

Documents: স্কলারশিপের জন্য প্রয়োজনীয় নথিপত্র

  1. সরকার-প্রদত্ত পরিচয় প্রমাণ (আধার কার্ড/ভোটার আইডি কার্ড/ড্রাইভিং লাইসেন্স/প্যান কার্ড)।
  2. চলতি বছরের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণ (ভর্তি রসিদ/প্রতিষ্ঠানের পরিচয়পত্র/বোনাফাইড সার্টিফিকেট)।
  3. পারিবারিক আয়ের প্রমাণ (সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে আয়ের শংসাপত্র)।
  4. আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ।
  5. আবেদনকারীর পাসপোর্ট ছবি।
  6. দশম ও দ্বাদশ শ্রেণীর মার্কশিট ও সার্টিফিকেট।

স্কলারশিপের জন্য আবেদন পদ্ধতি (Online Application TATA Steel Silver Jubilee Scholarship 2024)

  • আবেদনকারীকে প্রথমে buddy4study.com ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে।
  • রেজিস্ট্রেশনের পর, আবেদনকারীকে TSDPL সিলভার জুবিলি স্কলারশিপ ২০২৩-২৪ এর জন্য আবেদন করতে হবে।
  • আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র আপলোড করতে হবে।
  • আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে submit now বাটনে ক্লিক করতে হবে।

অনলাইন আবেদনের লিংক: Apply Scholarship

অবশ্যই দেখুন: পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য সেরা পাঁচটি সরকারি স্কলারশিপ (Westbengal Govt Scholarship 2024)

স্কলারশিপের টাকার পরিমাণ ও আবেদনের শেষ তারিখ

  • এই স্কলারশিপে নির্বাচিত প্রার্থীরা বাৎসরিক ১ লক্ষ টাকা পেতে পারেন।
  • আবেদনের শেষ তারিখ হল ২৪শে জানুয়ারি, ২০২৪।

টাটা স্টিল সিলভার জুবিলি স্কলারশিপ ২০২৪ একটি অত্যন্ত সম্মানজনক স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে মেধাবী ও নিম্ন আয়ের ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার খরচ নির্বাহ করতে পারবেন। তাই, এই স্কলারশিপের জন্য যোগ্য হলে অবশ্যই আবেদন করুন।


  পড়াশোনা সমস্ত আপডেট স্কলারশিপ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর ও সাজেশন পাওয়ার জন্য গ্রুপে যুক্ত হন -

Join Group

Join Now