WBJEE Admit Card: জয়েন্ট পরীক্ষার্থীদের জন্য আপডেট, সামনেই WBJEE অ্যাডমিট কার্ড প্রকাশ! কিভাবে করবে ডাউনলোড?

প্রতিবছর লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE) জন্য প্রস্তুতি নেয়। এবছরের পরীক্ষার ফর্ম ফিলআপ বহু আগেই শেষ হয়ে গিয়েছে। সকলেই অপেক্ষায় ছিল যে কবে অ্যাডমিট কার্ড (WBJEE Admit Card) ডাউনলোড করা যাবে। তাহলে আজকে সেই সমস্ত পরীক্ষার্থীদের জন্য সুখবর রইল। আগামী ১৮ই এপ্রিল থেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অ্যাডমিট কার্ড (WBJEE Admit Card Download) :

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ আগে থেকেই প্রকাশিত হয়েছে। চলতি বছর ২৮শে এপ্রিল WBJEE পরীক্ষা হবে। যদিও অনেকেই ভাবছিলেন যে হয়তো আসন্ন ভোটের কারণে এই তারিখ পাল্টে। তবে এপর্যন্ত এই বিষয়ে কোনো নোটিশ আসেনি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে।

যেটা জানা যাচ্ছে, আগামী ১৮ই এপ্রিল বৃহস্পতিবার অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড (WBJEE Admit Card Download) করতে পারবে পরীক্ষার্থীরা। কিন্তু পরীক্ষার ডেট পাল্টানো বা পিছন নিয়ে কিছুই শোনা যায়নি, তাই আশা করা হচ্ছে তারিখ অপরিবর্তিত থাকবে।

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সময় নির্ঘন্ট

বিষয়সময়
প্রথম পর্ব (অংক)সকাল ১১টা থেকে দুপুর ১টা
দ্বিতীয় পর্ব (ফিজিক্স ও কেমিস্ট্রি)দুপুর ২টো থেকে ৪টে

কিভাবে এন্ট্রান্স পরীক্ষার র‍্যাঙ্কিং করা হয়?

মূলত দুভাবে র‍্যাঙ্কিং করা হয়। প্রথম পত্র ও দ্বিতীয় পত্র দুই পরীক্ষাতেই বসবে তাদের জন্য ফার্মাসি র‍্যাঙ্কিং বা জেনারেল মেরিট র‍্যাঙ্কিং হবে। আর যারা শুধুমাত্র দ্বিতীয়পত্র বা ফিজিক্স, কেমিস্ট্রি পরীক্ষা দেবে তাদের জন্য শুধুমাত্র ফার্মাসি মেরিট র‍্যাঙ্কিং হবে। এই র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতেই আগামী দিনে উত্তীর্ণ পরীক্ষার্থীরা কলেজে ভর্তি হতে পারবে।

* যারা শুধুমাত্র প্রথমপত্র পরীক্ষা দেবে তাদের কোনো র‍্যাঙ্কিং হবে না।

আরও পড়ুনঃ Govt Scholarship after Madhyamik 2024 : মাধ্যমিকের পর কোন সরকারি স্কলারশিপে আবেদন করা যায়?

WBJEE পরীক্ষার নম্বর বিভাজন

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় তিনটি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়, অংক, ফিজিক্স ও কেমিস্ট্রি। নিচে তিনটি বিষয়ের ক্ষেত্রে নম্বর বিভাজন দেওয়া হল।

Maths : মোট প্রশ্ন সংখ্যা হবে ১০০টি যার মধ্যে ৫০টি হবে ১ নম্বরের। তবে ভুল উত্তর দিলে ০.২৫ নম্বরের নেগেটিভ মার্কিং হবে। এরপর ১৫টি দুই নাম্বারের প্রশ্ন থাকবে, যার উত্তর ভুল হলেই কাটা যাবে ০.৫০ নম্বর। আর শেষের ১০টি দুই নাম্বারের প্রশ্নের কোনো নেগেটিভ মার্কিং থাকবে না।

অর্থাৎ ১ নম্বরের প্রশ্ন ৪টি ভুল হলে ১ নম্বর কাটা যাবে। আর দুই নাম্বারের ১৫টি প্রশ্নের ২টির উত্তর ভুল হলে ১ নম্বর কাটা যাবে।

Physics : ফিজিক্সের ক্ষেত্রে মোট ৫০ নাম্বারের প্রশ্নের উত্তর দিতে হবে। যার মধ্যে ১ নম্বরের প্রশ্ন থাকবে ৩০টি। এক্ষেত্রে ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এরপর দুই নাম্বারের ৫টি প্রশ্ন থাকবেন যার ভুল উত্তর পিছু ০.৫০ নম্বর কাটা যাবে। তবে শেষে ৫টি দুই নাম্বারের প্রশ্নে ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা হবে না .

Chemistry : এক্ষেত্রেও মোট ৫০ নাম্বারের প্রশ্ন হবে। যার প্রথম ৩০টি ১ নাম্বারের প্রশ্ন, তবে ভুল হলেই ০.২৫ নাম্বার কাটা যাবে। এরপর ৫টি দুই নাম্বারের প্রশ্ন, যার উত্তর ভুল হলে ০.৫০ নম্বর কাটা হবে। এরপর আরও ৫টি দুই নাম্বারের প্রশ্ন থাকবে যার ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ মার্কিং থাকবে না।

প্রসঙ্গত, নোটিশ প্রকাশ্যে আসার পর সেই সম্পর্কে জানানোর জন্যই এই প্রতিবেদন। তবে আগামীতে অ্যাডমিট কার্ড বেরোলে কিভাবে ডাউনলোড করতে হবে? পরীক্ষা দিতে যাওয়ার সময় কি কি নিয়ম মানতে হবে তার আপডেট জানানো হবে। এগুলো পাওয়ার জন্য নিচে আমাদের সোশ্যাল মিডিয়ার গ্রূপে জয়েন হও।


  পড়াশোনা সমস্ত আপডেট স্কলারশিপ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর ও সাজেশন পাওয়ার জন্য গ্রুপে যুক্ত হন -

Join Group

Join Now