WBJEE 2024 Exam: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা! ফর্ম আবেদন কবে থেকে? জানুন

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE) পশ্চিমবঙ্গ সরকার ও পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বোর্ড কর্তৃক যৌথভাবে আয়োজন করানো হয়, যার মাধ্যমে বিজ্ঞান বিভাগ নিয়ে উত্তীর্ণ হওয়া উচ্চ মাধ্যমিক পরুয়ারা তাদের স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসির মতো বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবে।

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEEB) আগামী বছরের 28 এপ্রিল রবিবার WBJEE 2024 পরীক্ষা অনুষ্ঠিত করবে। এই পরীক্ষায় উত্তীর্ণরা পশ্চিমবঙ্গের সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মেসি কলেজে ভর্তি হতে পারবেন।

পরীক্ষাপশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ২০২৪
তারিখ28 এপ্রিল, 2024 (রবিবার)
সময়সকাল 10:00 থেকে দুপুর 1:00 টা পর্যন্ত
পরীক্ষার মোট সময়চার ঘন্টা (২ ঘন্টা করে দুবার)
পরীক্ষার কেন্দ্রপশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়
পরীক্ষার ভাষাইংরেজি এবং বাংলা

WBJEE 2024 পরীক্ষার বিবরণ (Exam Pattern)

পশ্চিমবঙ্গ WBJEE পরীক্ষা সাধারণত দুটি ধাপে হয়ে থাকে, প্রথম পেপারে ফিজিক্স এবং কেমিস্ট্রি থাকে এবং অংকের জন্য আলাদা একটি পেপার হয়ে থাকে, যদিও পরীক্ষার দুটি একদিনেই হয়। নিচে কোন প্রশ্নের মান কত? কোন বিষয় থেকে কত নম্বর থাকবে তা দেওয়া রইল।

পশ্চিমবঙ্গ JEE পরীক্ষার নম্বর বিভাজন (Exam Marks Pattern)

WBJEE পরীক্ষার নম্বর বিভাজন বুঝতে গেলে, তিনটি জিনিস মনে রাখতে হবে:

প্রথম: প্রত্যেক প্রশ্নের জন্য এক নম্বর, দুই নম্বর, বা কোনো নম্বর নেই। দ্বিতীয়: কিছু প্রশ্নের একটিই সঠিক উত্তর আছে, আবার কিছু প্রশ্নের এক বা একাধিক সঠিক উত্তর থাকতে পারে। তৃতীয়: ভুল উত্তর দিলে কিছু প্রশ্নের জন্য নম্বর কাটা হবে।

এবার নম্বর বিভাজনটা দেখে নিই:

এক নম্বরের প্রশ্ন:

  • ✅ ঠিক উত্তর দিলে: এক নম্বর পাবে।
  • ❌ ভুল উত্তর দিলে: চার ভাগের এক ভাগ নম্বর কাটা যাবে (অর্থাৎ, ০.২৫ নম্বর)।
  • উত্তর না দিলে: কোনো নম্বর পাবে না, কোনো কাটাও যাবে না।

দুই নম্বরের প্রশ্ন:

  • শুধুমাত্র একটি সঠিক উত্তর থাকলে:
    • ✅ ঠিক উত্তর দিলে: দুই নম্বর পাবে।
    • ❌ ভুল উত্তর দিলে: অর্ধেক নম্বর কাটা যাবে (অর্থাৎ, এক নম্বর)।
    • উত্তর না দিলে: কোনো নম্বর পাবে না, কোনো কাটাও যাবে না।
  • এক বা একাধিক সঠিক উত্তর থাকলে:
    • ✅ ঠিক উত্তরগুলো দিলে: দুই নম্বর পাবে।
    • ❌ ভুল উত্তর দিলে: কোনো নম্বর কাটা যাবে না।

মনে রাখবেন:

  • পরীক্ষায় তিন ধরনের প্রশ্ন থাকবে: এক নম্বরের, দুই নম্বরের (একটি সঠিক উত্তর), এবং দুই নম্বরের (একাধিক সঠিক উত্তর)।
  • ভুল উত্তর দিলে শুধুমাত্র এক নম্বর এবং দুই নম্বরের (একটি সঠিক উত্তর) প্রশ্নের জন্য নম্বর কাটা হবে।
  • উত্তর না দিলে কোনো নম্বর পাবেন না, কিন্তু কোনো নম্বর কাটাও যাবে না।

পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য সেরা প্রাইভেট স্কলারশিপ (Private Scholarship Westbengal Students)

পরীক্ষার সিলেবাস

পরীক্ষার সিলেবাস পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBSEB) নির্ধারিত সিলেবাসের উপর ভিত্তি করে তৈরি করা হবে।

পরীক্ষার যোগ্যতা

  • পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের যেকোনো স্বীকৃত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা সমমানের বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের ন্যূনতম % নম্বর পেতে হবে।

পরীক্ষার আবেদন পদ্ধতি

WBJEE 2024 পরীক্ষার আবেদন অনলাইনে করা যাবে। আবেদন ফর্ম WBJEEB-এর অফিসিয়াল ওয়েবসাইটে (wbjeeb.nic.in) পাওয়া যাবে।

আবেদন ফি:

  • পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য: ₹1,000
  • অন্যান্য রাজ্যের প্রার্থীদের জন্য: ₹1,500

আবেদন শুরুর তারিখ: 20 জানুয়ারি, 2024 আবেদন শেষের তারিখ: 10 ফেব্রুয়ারি, 2024

WBJEE Preparation: পরীক্ষার জন্য প্রস্তুতি

WBJEE 2024 পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হলে নিম্নলিখিত বিষয়গুলিতে মনোযোগ দিতে হবে:

  • পরীক্ষার সিলেবাস ভালোভাবে বুঝতে হবে।
  • সিলেবাসের সমস্ত বিষয়গুলির উপর সমান গুরুত্ব দিতে হবে।
  • নিয়মিত পড়াশোনা করতে হবে।
  • বিভিন্ন মডেল প্রশ্নপত্র সমাধান করতে হবে।
  • পরীক্ষার সময় ব্যবস্থাপনা সম্পর্কে জানতে হবে।

WBCHSE HS Exam Rules: পাল্টে গেল উচ্চমাধ্যমিক পরীক্ষার নিয়ম! না জেনে বিপদে পড়ার আগে আজই দেখে নিন

WBJEE 2024 পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষায় ভালো ফল করার জন্য নিয়মিত পড়াশোনা এবং কঠোর পরিশ্রম করা প্রয়োজন। যেসব ছাত্র-ছাত্রী উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং ফার্মাসি আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করতে চায় তাদের স্নাতক স্তরে পড়াশোনা করবার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য বোর্ডের WBJEE পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ!


  পড়াশোনা সমস্ত আপডেট স্কলারশিপ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর ও সাজেশন পাওয়ার জন্য গ্রুপে যুক্ত হন -

Join Group

Join Now