WBJEE JENPAS-UG Admit Card Download 2024 : প্রতিবছরের মত এবছরেও বহু শিক্ষার্থী বিএসসি, নার্সিং ও প্যারামেডিকেল কোর্স ভর্তির পরীক্ষায় বসার আবেদন করেছে। কবে পরীক্ষার অ্যাডমিট কার্ড দেবে এই নিয়েই চিন্তায় ছিল সকলে। সম্প্রতি JENPAS এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করা শুরু হয়েছে। আজকের প্রতিবেদন একইভাবে Admit Card ডাউনলোড করবে তার সম্পর্কে জানানো হল।
WB JENPAS-UG Admit Card Download করার পদ্ধতি
যে সকল ছাত্রছাত্রীরা JENPAS পরীক্ষার ফর্ম ফিলাপ করেছিলে তারা এখুনি নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। তারজন্য নিচে দেওয়া পদ্ধতি ফলো করতে হবে।
- প্রথমেই WBJEE এর অফিসিয়াল ওয়েবসাইট এ চলে যেতে হবে। (নিচে লিংক দেওয়া আছে)
- তারপর মেনুতে “Examination” থেকে “JENPAS UG” অপশনে ক্লিক করতে হবে।
- এবার একটু নিচের দিকে স্ক্রল করলেই “Candidates Activity Board” সেকশনে “Download Admit Card for JENPAS-UG 2024” এ ক্লিক করলেই ডাউনলোডের জায়গায় পৌঁছে যাবে।
- এবার যে স্ক্রিন সামনে এল সেখানে নিজের অ্যাপ্লিকেশন নাম্বার ও ডেট অফ বার্থ দিয়ে ক্যাপচা লিখে সাবমিট করতে হবে। তাহলেই লগ ইন হয়ে যাবে।
- লগ ইন হয়ে গেলেই সেখানে Admit ডাউনলোড করার অপশন দেখা যাবে। তাতে ক্লিক করলেই অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে।
JENPAS-UG Admit Card ডাউনলোডের গুরুত্বপূর্ণ তথ্য
২০ই জুন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে। আগামী ৩০শে জুন ২০২৪ এর দুপুর ২টো পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। তাই দেরি না করে এখনই ডাউনলোড করে নেওয়া ভালো। Admit Card পাওয়ার পর অবশ্যই কিছু জিনিস ঠিক থাকে আছে কি না চেক করে নিতে হবে। সেগুলি হলঃ
- পরীক্ষার্থীর নাম
- রোল নাম্বার
- অ্যাপ্লিকেশন নাম্বার
- পরীক্ষার্থীর ছবি ও সই
- পরীক্ষার সেন্টার ও সময়
- জাতিগত সিলেকশন
- পরীক্ষার গুরুত্বপূর্ণ নির্দেশাবলী যেটা Admit Card এই ছাপানো থাকবে।
আরও পড়ুনঃ নম্বর বাড়াতে চাইলে আবারও দেওয়া যাবে পরীক্ষা! নতুন নিয়ম চালু করল শিক্ষা সংসদ
WBJEE এর অফিসিয়াল ওয়েবসাইট | Official Website |
WBJEE JENPAS-UG Admit Card এর অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Notice |
WB JENPAS UG Admit Card Download Link | JENPAS Admit |