উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন 2024 | WBCHSE HS Exam Routine 2024

২০২৩ সালের উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পরেই পশ্চিমবঙ্গ উচ্চমধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education) এর তরফ থেকে উচ্চমাধ্যমিক ২০২৪ এর রুটিন প্রকাশ করা হয়েছে। যেখানে তারিখ সহ কোন সাবজেক্টের কবে পরীক্ষা হবে উল্লেখ করা হয়েছে। আজ আপনাদের জন্য উচ্চমাধ্যমিক ২০২৪ এর সম্পূর্ণ রুটিন রইল এই প্রতিবেদনে।

উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৪ (WBCHSE HS 2024 Exam Details)

পরীক্ষার নামউচ্চমাধ্যমিক ২০২৪
বোর্ডের নাম পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)
পরীক্ষা শুরুর তারিখ১৬ই ফেব্রুয়ারি ২০২৪
পরীক্ষা শুরুর সময় দুপুর ১২টা
পরীক্ষা শেষের সময়বিকেল ৩টে ১৫ মিনিট
পরীক্ষা শেষের তারিখ২৯শে ফেব্রুয়ারি ২০২৪
অফিসিয়াল ওয়েবসাইটwbchse.wb.gov.in

পশ্চিমবঙ্গ উচ্চমধ্যশিক্ষা পর্ষদের প্রকাশিত সময়সূচী অনুযায়ী আগামী ১৬.০২.২০২৪ শুক্রবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। যেটা চলবে ২৯শে ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে পরীক্ষা শুরু হবে। আর শেষ হবে বিকেল ৩টে বেজে ১৫ মিনিটে।

উক্ত সময়ের মধ্যে প্রথম ১৫ পরীক্ষার্থীদের প্রশ্নপত্র পড়ার জন্য সময় দেওয়া হবে। এরপর ৩ ঘন্টা সময় থাকবে উত্তর লেখার জন্য। পরীক্ষা চলাকালীন ১৯, ২৫ ও ২৬ তারিখ ছুটি থাকবে।

ABTA Test Paper 2024 (class 12) HS Solved Bengali, English Answer PDF | উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার

উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৪ রুটিন WBCHSE HS 2024 Exam Routine

নিচে উচ্চমাধ্যমিক ২০২৪ এর সম্পূর্ণ রুটিন দেওয়া হল। রুটিনের মধ্যে কবে কি বারে কি পরীক্ষা হবে তা উল্লেখ করা রয়েছে। একটি দিনে একাধিক বিষয়ের কথা উল্লেখ করা রয়েছে। এর মধ্যে পরীক্ষার্থীর যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়ের দিনেই পরীক্ষা হবে।

তারিখবারবিষয়
16th February 2024FridayBengali (A), English (A), Hindi (A), Nepali (A), Urdu, Santhali, Odia, Telugu, Gujarati, Punjabi
17th February 2024SaturdayHealth Care, Automobile, Organised Retailing, Security, IT and ITES, Electronics, Tourism & Hospitality, Plumbing, Construction, Apparel, Beauty and Wellness, Agriculture, Power – VOCATIONAL SUBJECTS
18th February 2024MondayEnglish (B), Bengali (B), Hindi (B), Nepali (B), Alternative English
20th February 2024TuesdayEconomics
21th February 2024WednesdayPhysics, Nutrition, Education, Accountancy
22th February 2024ThursdayComputer Science, Modern Computer Application, Environmental Studies, Health & Physical Education,
Music, Visual Arts
23th February 2024FridayCommercial Law and Preliminaries of Auditing, Philosophy, Sociology
24th February 2024SsaturdayChemistry, Journalism & Mass Communication, Sanskrit,
Persian, Arabic, French
27th February 2024TuesdayMathematics, Psychology, Anthropology, Agronomy, History
28th February 2024WednesdayBiological Science, Business Studies, Political Science
29th February 2024ThursdayStatistics, Geography, Costing and Taxation, Home Management and Family Resource Management

এটিই হল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পর্ষদের দ্বারা প্রকাশিত অফিসিয়াল উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৪ এর রুটিন। এছাড়াও যদি আরও কিছু জানার থাকে সেক্ষেত্রে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে চেক করতে হবে। ওপরে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটের লিংক দেওয়া আছে।

WBCHSE HS Exam Rules: পাল্টে গেল উচ্চমাধ্যমিক পরীক্ষার নিয়ম! না জেনে বিপদে পড়ার আগে আজই দেখে নিন

উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৪ কবে থেকে শুরু?

১৬ই ফেব্রুয়ারি ২০২৪ তারিখ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে।

উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৪ এ কবে কবে ছুটি আছে?

উচ্চমাধ্যমিক ২০২৪ এ ১৯ ফেব্রুয়ারি, ২৫ ফেব্রুয়ারি ও ২৬ ফেব্রুয়ারি ছুটি থাকবে।

উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় কটা থেকে শুরু?

২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা দুপুর ১২টা থেকে শুরু হবে। আর বিকেল ৩টা বেজে ১৫ মিনিটে শেষ হবে


  পড়াশোনা সমস্ত আপডেট স্কলারশিপ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর ও সাজেশন পাওয়ার জন্য গ্রুপে যুক্ত হন -

Leave a Comment

Join Group

Join Now