Summer Vacation: তীব্র গরমের জেরে বাড়ছে গরমের ছুটি! কি বলছে শিক্ষাদফতর?

এবছর যেহারে গরম পড়েছে তাতে বেহাল দশা রাজ্যবাসীর। রাস্তায় থাকা তো দূর, বাড়ির ভেতরেও একমুহূর্ত পাখা ছাড়া থাকা দায় হয়ে দাঁড়িয়েছে। তীব্র গরম থেকে বাঁচতে বাচ্চাদের স্কুল থেকে কলেজের মত শিক্ষাপ্রতিস্থানগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছিল। গত ৩রা জুন থেকে স্কুল আবার খুলে গিয়েছে, আর আগামী ১০ই জুন থেকে পঠন পাঠন শুরু হওয়ার কথা। কিন্তু এবার শোনা যাচ্ছে গরমের ছুটি (Summer Vacation) আরও বাড়িয়ে দেওয়া হতে পারে রাজ্য সরকারের তরফ থেকে!

পশ্চিমবঙ্গের স্কুলের গরমের ছুটি (Summer Vacation)

আসলে ১০ই জুন থেকেই রাজ্যের স্কুল কলেজ খোলার কথা ছিল। তবে মাঝে মে মাসের শেষদিকে বৃষ্টিপাত হওয়ায় সকলেই দাবি করছিলেন যাতে স্কুল খুলে দেওয়া হয়। সেইমত আগামী ১০ই জুন খুলে যেত স্কুল কলেজ। কিন্তু নামমাত্র বৃষ্টি হয়েই আবারও চড়তে শুরু করেছে উষ্ণতার পারদ। ৪০-৪২ ডিগ্রি অতীত, ইদানিং তাপমাত্রা ৫০-৫২ ডিগ্রি পর্যন্ত ছুঁয়েছে। গরম থেকে বাঁচতে যেখানে ছুটি ঘোষণা সেখানে এই গরমে স্কুল না খুলে হয়তো আবারও ঘুটি ঘোষণা করা হবে, এমনটাই ধারণা সকলের।

আরও পড়ুনঃ মাধ্যমিকের পর কোন সরকারি স্কলারশিপে আবেদন করা যায়?

ইতিমধ্যেই দেশের যে সমস্ত রাজ্যে উষ্ণতা ৫০ ডিগ্রি হয়ে গিয়েছে সেখানে নতুন করে ছুটির ঘোষণা করা হয়েছে। রাজস্থান থেকে মধ্যপ্রদেশ, দিল্লির মত রাজ্যে আগামী ১৭-১৮ই জুন পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে গ্রীষ্মকালীন অবকাশ। এবার পশ্চিমবঙ্গের শিক্ষা দফতর কি করে সেটাই দেখার।

প্রসঙ্গত, এপর্যন্ত শিক্ষা দফতর থেকে ছুটি বাড়ানোর সম্পর্কে কোনো আপডেট পাওয়া যায়নি। কোনো নির্দেশিকা জারি হলেও সেটা আমাদের ওয়েবসাইটে তুলে ধরা হবে। তাই আগামী দিনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো।


  পড়াশোনা সমস্ত আপডেট স্কলারশিপ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর ও সাজেশন পাওয়ার জন্য গ্রুপে যুক্ত হন -

Join Group

Join Now